Primary TET Scam : পার্লারের প্রোমোশনে বনি-কৌশানী, ইডির জেরায় দাবি সোমার – primary tet scam soma chakraborty said names of bonny sengupta and koushani mukherjee


এই সময়: নিয়োগ দুর্নীতি মামলায় আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হলেন দক্ষিণ কলকাতার এক পার্লারের কর্ত্রী সোমা চক্রবর্তী। অভিযুক্ত কুন্তল ঘোষ যাঁদের টাকা দিয়েছিলেন, সেই তালিকায় রয়েছে সোমার নামও। শুক্রবার দুপুর ১টার পর পার্লার এবং ব্যাঙ্কের নথিপত্র নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন সোমা। এ দিন তাঁর মুখে বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে।

Primary TET : কেন টাকা দেন কুন্তল? ফের ডাক সোমাকে
জেরা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘পার্লারের প্রোমোশনের জন্য বনি-কৌশানীর সঙ্গে আমার যোগাযোগ হয়। ওঁদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন কুন্তল ঘোষ। ব্যক্তিগত কোনও সম্পর্ক তৈরি হয়নি।’ ব্র্যান্ড প্রোমোশনের টাকাও কি কুন্তলই দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর অবশ্য দেননি সোমা। কী ভাবে চিনতেন কুন্তলকে?

Primary TET Scam : ৫০ লাখের লেনদেন! ফের কুন্তল-যোগে ‘রহস্যময়ী’
সোমা বলেন, ‘২০১৭-য় কুন্তলের সঙ্গে পরিচয় হয়। ভালো বন্ধু ছিল। ওই সময়ে সাত-আট মাসে একটা লেনদেন হয়েছিল। আমার ব্যবসা রয়েছে। ঋণ হিসেবে টাকা নিয়ে ছিলাম। এ ছাড়া কোনও লেনদেন হয়নি।’ কৌশানী আগেই দাবি করেছেন, তিনি ওই পার্লারের উদ্বোধনের সময়ে গিয়েছিলেন। এই রকমের ইভেন্ট তিনি বছরে ৪০ থেকে ৪৫টি করে করেন। তাই এত কিছু মনে রাখা তাঁর পক্ষে সম্ভব নয়। ইডি সূত্রে খবর, এ দিনের জেরায় কুন্তলের সঙ্গে তাঁর পরিচয় নিয়ে তথ্য গোপন করেননি সোমা।

Primary TET Scam : ৫ বছরেও শোধ হল না ‘ঋণ’! কাল ডাক সোমাকে
যদিও কয়েক দিন আগে কুন্তল আদালত চত্বরে দাবি করেন, তিনি সোমা চক্রবর্তী নামে কাউকে চেনন না। ইডির তদন্তকারী অফিসারেরা খতিয়ে দেখছেন, কেন কুন্তল সোমাকে চিনতে অস্বীকার করছেন? এমনকী, সোমাকে যে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন, জেরার সময়ে তা-ও গোপন করেছিলেন হুগলি তৃণমূলের এই যুবনেতা। ঠিক একই রকম ভাবে অভিনেতা বনি সেনগুপ্তের নামও কুন্তল মুখে নেননি। অথচ গোপাল দলপতির সঙ্গে টলিউড অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে এনেছিলেন কুন্তলই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *