Second Hooghly Bridge : দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ আইনজীবীর, নেপথ্যে সাংসারিক অশান্তি? – one person named arif ansari jumped from the second hooghly bridge police starts probe


দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ এক ব্যক্তির। শনিবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ওই যুবকের নাম মহম্মদ আরিফ আনসারি। তিনি কাঁকুড়গাছি পুলিশ স্টেশনের অন্তর্গত মতিলাল বসাক লেনের বাসিন্দা। পেশায় আইনজীবী তিনি। পুলিশ সূত্রে খবর, গত তিন বছর আগে তিনি বিয়ে করেছেন এবং তাঁদের দুই বছরের একটি সন্তানও রয়েছে।

কেন হঠাৎ এই সিদ্ধান্ত?
আরিফের পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় তাঁর। এরপর তিনি শনিবার সকালে বাইক নিয়ে বাড়ি থেকে বার হয়ে যান। এদিন বাইক রেখে দ্বিতীয় হুগলি ব্রিজের উপর থেকে ঝাঁপ দেন তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। ব্রিজের ধার থেকেই ওই যুবকের বাইকের চাবি পাওয়া গিয়েছে।

Vidyasagar Setu : ‘ভালোবাসার নাম অরিজিৎ!’ ফেসবুক পোস্ট করে সেতু থেকে মরণঝাঁপ সদ্যবিবাহিত যুবকের
বাইকের সূত্র ধরেই ওই যুবকের নাম এবং ঠিকানা জানা যায়। সূত্রের খবর, তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে। বাইকে করে সেতুতে ওঠার পর একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়ান আরিফ। এরপর তিনি লাফ দেন সেতু থেকে। তাঁকে সেতুর উপরে উঠতে দেখে প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা বোঝানোর চেষ্টা করেন অনেকেই।

পুলিশ কর্মীরাও অনেকেই তাঁকে বোঝানোর চেষ্টা করলেও সেতু থেকে ঝাঁপ দেন তিনি। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি? নেপথ্যে কি সংসারিক অশান্তি? নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ।

Howrah News: দ্বিতীয় হুগলি সেতুর পাশের ব্যারিকেড উড়ে এসে দুর্ঘটনা, গুরুতর জখম ফুড ডেলিভারি বয়
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন গড়িয়ার বাসিন্দা অরিজিৎ দাস। জানা গিয়েছে, এই ঘটনার এক মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। অরিজিৎ এই ঘটনার আগে একটি পোস্ট ফেসবুকে শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, “ভালোবাসা মানেই অরিজিৎ।”

ওই যুবক মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর পরিবারের তরফে জানানো হয়, ভালোবেসেই পাটুলির বাসিন্দা প্রিয়াম্পি দত্তকে বিয়ে করেছিলেন অরিজিৎ। স্কুলে পড়ার সময় থেকেই তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।

Vidyasagar Setu Fire Incident : দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, ব্যাহত যান চলাচল
জানা গিয়েছে, অরিজিৎ বাড়ি না ফেরায় তাঁকে একাধিকবার ফোন করেছিলেন পরিবারের সদস্যরা। তাঁদের ফোন দ্রুত বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন তিনি। সেক্ষেত্রে কেন এই ধরনের পদক্ষেপ করলেন অরিজিৎ? তা নিয়ে উদ্বেগে পরিবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *