Virat Kohli opens up on life changing moment with Anushka Sharma


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেট (Cricket) ও বলিউডের (Bollywood) ককটেল মিলেমিশে একাকার। বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma), দেশের অন্যতম জনপ্রিয় দম্পতি। বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পর সবসময় খবরের শিরোনামে থেকেছে এই ‘পাওয়ার কাপল’। অনুষ্কার সঙ্গে একসঙ্গে সিনেমা দেখা হোক বা বিরাটের ম্যাচ স্টেডিয়ামে বসে দেখা সবকিছুতেই দু’জনকে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে কন্যা ভামিকাও উপস্থিত থাকে এখন।

তবে দুই পেশার দু’জনের প্রথমে প্রেম আর তারপর বিয়ে কী করে হল সেটা নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহের শেষ নেই। এই বিষয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। বিরাট বলেন, “একটি বিজ্ঞাপন শ্যুটের সময় আমাদের আলাপ হয়। শ্যাম্পুর বিজ্ঞাপন ছিল। আমার ম্যানেজার বান্টি আমাকে জানায় আমার সঙ্গে অনুষ্কা শর্মা থাকবে। আমি অবাক হয়ে যাই। ভাবছিলাম ও মজা করছে। আমি কীভাবে অনুষ্কার মত একজন পেশাদার অভিনেত্রীর সঙ্গে কাজ করব ভাবতে পারছিলাম না। সেটে যখন অনুষ্কার সঙ্গে দেখা হয় আমি চাপে ছিলাম, সেই সময় একটা জোকস বলি। কী করব বুঝতে পারছিলাম না তাই জোকস বলেছিলাম।”  

আরও পড়ুন: Mohammed Shami, BGT 2023: আহমেদাবাদে টেস্ট চলার সময় শামিকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান, ভিডিয়ো হল ভাইরাল

আরও পড়ুন: Shubman Gill: টেস্টে দ্বিতীয় শতরান করে কে এল রাহুলের উপর চাপ বাড়ালেন শুভমন

এই জোকস বলা থেকেই দু’জনের মধ্যে কথোপকথন শুরু হয়। এরপর একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু হয়। সেই কথাবার্তা ক্রমশ প্রেমে পরিণত হয়। এরপর দু’জনে দেখা শুরু করে। দিল্লিতেই দেখা করতেন তাঁরা। পরে একসঙ্গে তাঁরা সামনে আসতে থাকে। তবে বিয়ের আগে বিরাট ও অনুষ্কার একসঙ্গে ঘোরা নিয়ে বিতর্ক কম হয়নি। বিরাট খারাপ খেললে রোষের মুখে পড়তেন অনুষ্কা। সেই নেতিবাচক বিষয়গুলো স্ট্রেট ব্যাটে খেলে সবসময় অনুষ্কার পাশে থেকেছেন বিরাট। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *