DA Protest Bengal : রবিতে রাজভবনে DA আন্দোলনকারীরা, রাজ্যপালের হস্তক্ষেপেই অনশন প্রত্যাহার? – da protester will go to raj bhavan to meet west bengal governor cv ananda bose


এবার DA আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে টুইট করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাতে দুটি টুইট করেন তিনি। যেখানে অনশনকারীদের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। একইসঙ্গে আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তিনি।

এদিকে রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে আজ রাজভবনে যাচ্ছেন আন্দোলনকারীরা। নিজেদের দাবির কথা রাজ্যপালকে জানাবেন তাঁরা। যদি তা মেনে নেওয়া হয় সেক্ষেত্রে প্রত্যাহার করা হবে অনশনও।

DA Strike In West Bengal : DA আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের অনুরোধ রাজ্যপালের, নবান্নের কঠোর নির্দেশিকার মাঝেই চলছে ধর্মঘট
কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। একইসঙ্গে রাজ্য আন্দোলনের ঝাঁঝ বাড়ানো হচ্ছে। শহিদ মিনারের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধরনায় বসেছেন আন্দোলনকারীরা। চলছে অনশনও। এবার অনশনকারীদের উদ্দেশে বিশেষ বার্তা রাজ্যপালের।

DA-র দাবিতে অনশনরতদের জন্য ঠিক কী বার্তা দিয়েছেন রাজ্যপাল?
রাজ্যপালের টুইটার অ্যাকাউন্টে একটি বার্তায় লেখা হয়েছে, “আন্দোলনকারীদের অনশন চতুর্থ সপ্তাহে পা রেখেছে। এই ঘটনায় রাজ্যপাল গভীরভাবে ব্যথিত। সমস্যা জটিল হলেও সহজভাবেই তার সমাধান সম্ভব। এই মুহূর্তে সবথেকে দামি আমাদের ভাইয়েদের জীবন।”

DA Latest News West Bengal : এবার রাজ্যজুড়ে ‘ডিজিটাল স্ট্রাইক’, DA-র দাবিতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ছে
অপর একটি টুইটে রাজ্যপাল লিখেছেন, “কোনও একটি বিশেষ কারণে তাঁরা ক্রমাগত লড়াই করে যাচ্ছেন। অবিলম্বে আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানাচ্ছেন রাজ্যপাল। একইসঙ্গে এই পরিস্থিতি থেকে বার হওয়া জন্য সমস্ত পক্ষকে একসঙ্গে বসে নির্দিষ্ট উপায় ঠিক করতে হবে।” তাৎপর্যপূর্ণভাবে রাজ্যপালের টুইটে DA-র কোনও উল্লেখ নেই। অর্থাৎ সরাসরি তিনি DA-র কথা কোথাও উল্লেখ করেননি।

রাজভবনে আন্দোলনকারীরা…
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কিংকর অধিকারী বলেন, “আমরা রবিবার বেলা ১২টা নাগাদ রাজভবনে যাব। আমরা চাইছি আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী একটি বৈঠকে বসুন। রাজ্যপালকে এই বিষয়টি জানাব। যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় সেক্ষেত্রে অনশন প্রত্যাহারের বিষয়টি ভাবনা চিন্তা করা হবে।”

DA Latest News Today In West Bengal : ডিএ-অবস্থানের ৩৮তম দিনে অসুস্থ অনশনরত
রাজ্যপালের টুইট সামনে রেখে শুভেন্দু অধিকারীর আবেদন…
উল্লেখযোগ্যভাবে আন্দোলনকারীদের এই বক্তব্য সামনে রেখে রাজ্যের বিরোধী দলনেতা একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, “আমি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কাছে আবেদন করব যেন তাঁরা রাজ্যপালের অনুরোধ রাখেন এবং অনশন প্রত্যাহার করেন। তবে আপনারা আন্দোলন চালিয়ে যান কারণ তা ১০০ শতাংশ ন্যায্য এবং পশ্চিমবঙ্গ সরকারের তা গ্রহণ করা উচিত।”

DA Update West Bengal: পিএফ-পেনশনে কোপ? DA আন্দোলনে অংশ নিলে কী শাস্তির মুখে পড়বেন সরকারি কর্মীরা?
সরকারি কর্মীদের উদ্দেশ্য়ে মমতা বন্দ্যোপাধ্যায়…
সম্প্রতি একটি জনসভা থেকে রাজ্য সরকারি কর্মীদের নিজের পরিবার-আপন জন বলে মন্তব্য করেছিলেন তিনি। বিধানসভায় তিনি বলেন, “রাজ্য বিদেশে ঘোরার জন্য ছুটি দিয়েছে। তিন শতাংশ DA বাড়ানো হয়েছে। আর কী পেলে নন্দলালরা খুশি হবেন!”

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী মানস ভ্যুঁইয়া বলেছিলেন, “DA আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ১০ তারিখ আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি। সমস্ত রাজ্য সরকারি দফতরগুলি সচল ছিল।”

West Bengal DA News : DA দিতে ১.৬৪ হাজার কোটি খরচ হয়েছে, কী পেলে নন্দলালেরা খুশি হবে: মমতা
উল্লেখ্য, রাজ্য বাজেটের দিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মীদের DA তিন শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেন। কিন্তু, তাতে বিক্ষোভকারীদের ক্ষোভ আরও বৃদ্ধি পায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *