Group C Cancel List : ভুয়ো নিয়োগ মামলায় এবার চাকরি গেল খোদ বিধায়কের মেয়ের, বিড়ম্বনায় তৃণমূলের ঊষারানি – trinamool congress mla usha rani mondal daughter lost job in group c fake teacher recruitment case


West Bengal News : হাইকোর্টের (High Court) নির্দেশের পরই রাজ্য জুড়ে বেরিয়ে আসছে চাকরি হারানো একের পর এক ব্যক্তির নাম। আর তার মধ্যে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জনপ্রতিনিধি বা নেতাদের নিকটাত্মীয় বা চেনা পরিচিত অধিকাংশের নাম পাওয়া গিয়েছে। সেইরকমই ভুয়ো নিয়োগে চাকরি পাওয়ার তালিকায় এবার নাম পাওয়া গেল। গ্রুপ সি নিয়োগ বাতিলের তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডলের।

Recruitment Scam : অযোগ্যদের শাসক যোগ! গ্রুপ সি চাকরিহারার তালিকায় তৃণমূল নেতা-কর্মীরা
জানা গিয়েছে, চাকরি বাতিলের নামের তালিকায় বিধায়কের মেয়ের নাম রয়েছে ১৪১ নম্বরে ৷ ২০১৮ সালে বিনতা বেলঘড়িয়া নন্দন নগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন। গত পাঁচ বছর ধরে সেখানেই চাকরি করছেন তিনি। তৃণমূল বিধায়কের মেয়ের লিস্টে নাম আসায় অস্বস্ততি পড়েছে হাড়োয়া তৃণমূল কংগ্রেস।

এই নিয়ে CPIM রাজনৈতিকভাবে বাজারমাত করতে নেমে পড়েছে। মিনাখাঁ CPIM নেতা প্রদ্যুৎ রায় বলেন, “যে ভাবে চাকরি দুর্নীতিতে তৃণমূলের নাম জড়িয়ে গিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে কোথাও মেয়ে কোথাও ছেলে আবার কোথাও নিজের আত্মীয়দের ক্ষমতা বলে চাকরি দিয়েছেন নেতাকা। আমরা কোন রাজত্বে বাস করছি?”

SSC Scam: প্রাথমিকের পর Grp-C চাকরি বাতিল তালিকাতে নাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের
বিধায়ক ঊষারানি মণ্ডল অবশ্য এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। বিনতা এখন শ্বশুরবাড়ি দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে থাকেন। হাড়োয়ার দু’নম্বর তৃণমূলের ব্লক সভাপতি ফরিদ জমাদার বলেন, “বিধায়ক তাঁর ক্ষমতা বলে যা করেছেন, কী করে চাকরি পেয়েছেন, তা ওঁর ব্যাপার। তৃণমূল কংগ্রেস এর জন্য দায়ী নয়। পুরো তৃণমূল দলকে দুর্নীতির আখ্যা দিয়ে কালিমালিপ্ত করা যাবে না।”

অন্যদিকে চাকরি দিয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলা পরিষদের বেশ কয়েকটি দায়িত্বে থাকা কর্মাধ্যক্ষের স্বামীর। চাকরি গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের নারী, শিশু উন্নয়ন জনকল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষের রেহেনা খাতুনের স্বামী আব্দুল ওদুত মণ্ডলের।

Group C Recruitment Scam: ‘মেয়ে চিটিংবাজ নয়’, গ্রুপ সি দুর্নীতিতে নাম জড়ানোয় হাহাকার প্রাক্তন TMC কাউন্সিলরের বাবার
শুক্রবার যে তালিকা প্রকাশ হয়েছে তাতে নাম রয়েছে অশোকনগরের (Ashokenagar) বিরা রাজিবপুর পঞ্চায়েতের তরুলিয়া এলাকার বাসিন্দা আব্দুল ওদুত মন্ডলের। প্রায় ছয় বছর ধরে জেলারই বামনগাছির ভোলানাথ হাইস্কুলে তিনি কর্মরত ছিলেন। এদিন সংবাদমাধ্যমের কর্মীরা তার বাড়িতে পৌঁছে গেলেও রেহেনা বা আব্দুল ওদুত কারোর দেখা মেলেনি বাড়িতে।

অথচ রেহেনা যে গাড়িতে করে জেলা পরিষদে বা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্টিকার দেওয়া সেই গাড়ি তার বাড়িতেই রয়েছে দেখা গেল। বাড়িতে দেখা মেলে ওদুতের ভাই সবুর মন্ডলের। তিনি এই বিষয়ে জানান, “চাকরি যাওয়ার বিষয়টি আমি সংবাদমাধ্যমের থেকেই শুনেছি। তবে কি বিষয়ে, আর কেন চাকরি গিয়েছে আমি জানি না। যার চাকরি গিয়েছে, এই বিষয়ে সেই ভালো বলতে পারবে।

Job Scams: SSC-এর পর এবার ICDS-এও চাকরি দেওয়ার নামে প্রতারণা! মালদায় হদিশ চক্রের
তবে চাকরি পাওয়ার আগে পরীক্ষা দিয়েছিল, এটা আমি জানি। প্রায় ৬ বছর ধরে একটি সরকারী স্কুলে আমার দাদা চাকরিও করছে”। এর আগে ওদুত কি করতেন সেই বিষয়ে তার ভাই জানান, একটি জায়গায় অস্থায়ী কর্মীরূপে চাকরি করতেন ওদুত। উল্লেখ্য, শুধু অদুত নয়, আরও বেশ অনেক জায়গা থেকেই তৃণমূল নেতাদের আত্মীয়দের চাকরি যাওয়ার খবর আসছে। হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে তৃণমূলের দুই উপ প্রধানের মেয়ের।

Group C Recruitment: ৭ প্রশ্নের উত্তর দিয়ে স্কুলে চাকরি? দুর্নীতির অভিযোগ উঠতেই বেপাত্তা তৃণমূল কাউন্সিলর
গঙ্গাসাগরের মুড়িগঙ্গা টু পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ দাসের মেয়ে মধুমিতা দাসের চাকরি গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু জানার মেয়ে প্রিয়াঙ্কা জানা পাথর প্রতিমার শ্রীধরনগর শৈলেন্দ্র বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক হাই স্কুলে কর্মরত ছিলেন। আর গতকালকের তালিকা প্রকাশের পরই চাকরি হারিয়েছেন তিনি। এছাড়াও সুন্দরবন এলাকা থেকে এক তৃণমূল বিধায়কের ছেলের চাকরি গিয়েছে, সূত্র মারফত এমন খবর পাওয়া গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *