Howrah Station : পিঠে থাকা ব্যাগ খুলতেই রাশি রাশি টাকা উদ্ধার! হাওড়া স্টেশনে ধৃত ১ – more than fifty lakh rupees recovered from howrah station


West Bengal News : ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার লাখ লাখ টাকা। সন্দেহজনক এক ব্যক্তির কাছ থেকে এত পরিমাণ নগদ টাকা উদ্ধার করে RPF জওয়ানরা। ধৃত ব্যক্তির নাম প্রহ্লাদ রাম জাখর (৩৩)। ধৃত ব্যক্তির কাছে এত পরিমাণ নগদ অর্থের সঠিক নথি পত্র না থাকায় তাকে আটক করা হয়। পরে তাকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।

রবিবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ ৫০ লাখ টাকা। RPF সূত্রে খবর, এদিন হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক। সেই সময় কর্তব্যরত RPF জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

Coal Trafficking : গোরুর গাড়িতে করে কয়লা পাচারের চেষ্টা, দুবরাজপুরে অভিযান পুলিশের
ওই যুবকের পিঠে একটি নীল রঙের বড় ব্যাগ ছিল বলে পুলিশ জানিয়েছে। স্টেশন চত্বরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার জন্য যুবককে দেখে সন্দেহ হয় জওয়ানদের। তখনই স্টেশনে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়।

ধৃত যুবকের পিঠে থাকা নীল ব্যাগ খুললে দেখা যায় তার মধ্যে রয়েছে নগদ ৫০ লাখ টাকা। ওই টাকা সে কেন এবং কোথায় নিয়ে যাচ্ছিল সে ব্যাপারে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সেই যুবক। কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর।

এরপরই RPF তাকে আটক করে এবং তার সমস্ত টাকা বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক যুবকের প্রহ্লাদ রাম জাখরের বাড়ি রাজস্থানের বিকানিরে। পরে আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত টাকা এবং ওই যুবককে কাস্টমস ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয।

Gold Smuggling : পাচারের চেষ্টা রুখে দিল BSF, পুকুর থেকে উদ্ধার আড়াই কোটির সোনার বিস্কুট!
এর আগেও একাধিকবার হাওড়া স্টেশন থেকে বেহিসাবী নগদ অর্থ, সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে। মূলত ভিন রাজ্য থেকে পাচারের উদ্দেশে হাওড়া স্টেশনকে ব্যবহার করে পাচারকারীরা। হাওড়া থেকে রেলপথে বিভিন্ন রাজ্যে পাচারের মাল পৌঁছে দেওয়ার ছক কষা হয়। সেই কারণে প্রতি নিয়ত কড়া নজরদারি চালায় RPF জওয়ানরা।

কোনওরকম সন্দেহজনক ব্যক্তি দেখা গেলেই তল্লাশি শুরু করা হয়। এদিনও সন্দেহের বশে ওই ব্যক্তিকে আটক করে RPF জওয়ানরা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৪০ লাখ টাকা।

Gold Smuggling : মোটর বাইকের চ্যাচিস খুলতেই বেরিয়ে এল সোনার বিস্কুট, পাচার রুখে দিল BSF
ডাউন পটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অর্থ। একজনকে আটক করল আরপিএফ। ওই ব্যক্তি প্রাপ্ত নগদ অর্থের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *