Kareena Kapoor Video: করিনার সঙ্গে জমাটি আড্ডায় রানি! স্টুডিয়োয় রিইউনিয়ন – rani mukerji visits what women want with kareena kapoor show for the film promotion


রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) এবং করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তাঁরা অভিন্ন হৃদয় বন্ধু। শুধুমাত্র সিনেমার সেটেই নন, পারিবারিক সম্পর্কেও তাঁদের অটুট জুটি। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি Mrs Chatterjee Vs Norway। কিছুটা তার প্রমোশন কিছুটা আবার প্রিয় বন্ধুর ডাক ফিরিয়ে দিতে না পারা। হ্যাঁ, করিনা কাপুরের শো What Women Want-এর বিশেষ অতিথি এবার রানি মুখোপাধ্যায়। তারই শ্যুটিংয়ের জন্যে মেহবুব স্টুডিয়োতে এলেন রানি। করিনা অবশ্যই আগেই পৌঁছে গিয়ে রেডি হয়ে নিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *