Kolkata Police : কলকাতা পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী গুলফাম, রয়েছে একাধিক মামলা – notorious criminal arrested by beniapukur police at a snatching incident


West Bengal News : পুলিশের জালে গুলফাম নামে কলকাতার কুখ্যাত দুষ্কৃতী। এক ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে হাওড়া থেকে গ্রেফতার করা হয় ওই দুষ্কৃতীকে। কলকাতা ও হাওড়ায় একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এই গুলফাম। দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশের হটলিস্টে নাম ছিল এই দুষ্কৃতীর। পুলিশের জালে ধরা পড়েছে আরও এক ছিনতাইবাজ।

পুলিশ সূত্রে খবর, ১১ মার্চ রাত আড়াইটা নাগাদ অফিস থেকে বাড়ি ফিরছিলেন একটি উর্দু সংবাদপত্রের সাংবাদিক রিজওয়ান। অরিয়েন্ট রো এলাকায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই করে পালায় দুই দুস্কৃতি। রিজওয়ানকে গুরুতর জখম অবস্থায় ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

Newtown Money Recovery: নিউ টাউনের কল সেন্টারে উদ্ধার রাশি রাশি টাকা! শহরে জাঁকিয়ে বসেছে প্রতারণা চক্র
বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করে রিজওয়ান। তদন্তে নেমে বেনিয়াপুকুর থানার পুলিশ ওই এলাকা থেকে আব্বাস নামে একজনকে আটক করে। আব্বাসকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

ছিনতাইয়ের ঘটনায় আর কে তার সঙ্গে যুক্ত ছিল সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই পুলিশ জানতে পারে, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কুখ্যাত গুলফাম। সঙ্গে সঙ্গে একাধিক এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ।

Bidhannagar Police : সরকারি সাইটে নাম ভাঁড়িয়ে ভুয়ো ই চালান তৈরি, চক্রের পর্দাফাঁস বিধাননগর পুলিশের
আব্বাসের বয়ান অনুযায়ী শুরু হয় খোঁজ। অবশেষে হাওড়ার টিকিয়াপাড়া থেকে আটক করা হয় গুলফামকে। পুলিশ সূত্রে খবর, হাওড়া ও কলকাতায় একাধিক অপরাধের মামলা রয়েছে গুলফামের বিরুদ্ধে।

কলকাতার কুখ্যাত দুষ্কৃতী গুলফামকে হাওড়া থেকে গ্রেফতার করল পুলিশ। গুলফামের নামে একাধিক মামলা থাকায় দীর্ঘদিন ধরেই তাকে খুঁজে যাচ্ছিল পুলিশ। গ্রেফতারির পর গুলফামকে জিজ্ঞাসাবাদ চলছে।

তার সঙ্গে কোনও বড় গ্যাং যুক্ত কিনা, অপরাধ জগতে আর কারা তার পার্টনার হিসাবে কাজ করতো সে সম্বন্ধে তদন্ত করে দেখা হচ্ছে। তবে কলকাতার রাস্তায় ছিনতাইয়ের বাড়বাড়ন্ত চিন্তায় ফেলেছে পুলিশ প্রশাসনকে। দিনে দুপুরে কলকাতা পুলিশের (Kolkata Police) নাম করে ছিনতাইয়ের অভিযোগ উঠে সল্টলেক চত্বরে।

Life Insurance Corporation : LIC-তে ভুয়ো ডেথ সার্টিফিকেট দেখিয়ে ২ কোটি হাতানোর চেষ্টা, ধৃত ৩
সল্টলেকের একাধিক জায়গায় পুলিশ লেখা বাইক নিয়ে পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের অভিযোগ ওঠে। আর সেই সূত্রে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দু’জনকে। ধৃত ব্যক্তিদের নাম তপসিয়ার বাসিন্দা সুরজ ঝা ও ট্যাংরার বাসিন্দা বিক্রম সিং।

দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ছুরি। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে এর আগেও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল এই অভিযুক্তরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *