Recruitment Scam: নিয়োগ দুর্নীতির জেরে চাকরি বাতিল আমতার পঞ্চায়েত প্রধানের – tmc pachayat pradhan of amta job cancels after his name publish on ssc list


West Bengal Latest News: নিয়োগ দুনীতি মামলায় চাকরি বাতিলের তালিকায় নাম জড়াচ্ছে শাসক দলের একের পর এক নেতার নাম। এবার এই তালিকায় নয়া সংযোজন আমতা বিধানসভার সাবসীট গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাদ্দাম হোসেনের নাম। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি বিভাগে যে নামের তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় ৬২৬ নম্বরে রয়েছে শেখ সাদ্দাম হোসেনের নাম। তিনি হাওড়া শিবপুর যশোদাময়ী উচ্চ বিদ্যালয়ের কর্মী ছিলেন।

ইতিমধ্যে এই নিয়ে সাসসীট এলাকায় জোর জল্পনা সৃষ্টি হয়েছে। যদিও পঞ্চায়েত প্রধান শেখ সাদ্দাম হোসেনের দাবি, কোনরকম প্রভাব খাটিয়ে নয় নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন তিনি।

সামনেই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই নিয়োগ দুনীতি মামলায় একের পর এক চাকরি বাতিলে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বিরোধীরা এইটাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে।

Group C Cancel List : ভুয়ো নিয়োগ মামলায় এবার চাকরি গেল খোদ বিধায়কের মেয়ের, বিড়ম্বনায় তৃণমূলের ঊষারানি

অন্যদিকে, চাকরি বাতিলের কথা স্বীকার করে নিলেও সাদ্দাম হোসেনের দাবি এখনও পর্যন্ত এই ব্যাপারে বিদ্যালয়ের পক্ষ থেকে কোন চিঠি দিয়ে জানানো হয়নি। শেখ সাদ্দাম জানান, ”আগে সেচ দফতরে চাকরি করার পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিতাম। সেইরকম স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছিলাম। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় পাশ করার পর নিয়ম অনুযায়ী আমার ভাইবা এবং টাইট টেস্ট নেওয়া হয় । এরপর আমাকে সরকারিভাবে শিবপুর যশোদাময়ী উচ্চ বিদ্যালয় গ্রুপ সি বিভাগে যোগ দেওয়ার কথা বলা হয়। সেইমত ২০১৮ সালের ১৩ এপ্রিল আমি চাকরিতে যোগ দিই।”

পাশাপাশি তিনি জানান, ” আমার বিরুদ্ধে পঞ্চায়েতের প্রধানের প্রভাব খাটানোর কথা বলা হলেও সেটা ভিত্তিহীন। কারণ, আমি ১৭ সেপ্টেম্বর পঞ্চায়েত প্রধান হিসেবে দায়িত্ব নিই। এদিন সাদ্দাম হোসেন বলেন বিভিন্ন জায়গায় আমার OMR শিট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হচ্ছি বলে জানান পঞ্চায়েত প্রধান শেখ সাদ্দাম হোসেন।”

Recruitment Scam : অযোগ্যদের শাসক যোগ! গ্রুপ সি চাকরিহারার তালিকায় তৃণমূল নেতা-কর্মীরা

উল্লেখ্য, প্রাথমিক, উচ্চপ্রাথমকের পর গ্রুপ সি নিয়োগেও বেনিয়ম ধরা পড়তেই বেআইনি নিয়োগের তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই প্রার্থীদের নিয়োগে বেনিয়ম থাকায় চাকরি বাতিলও করে কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *