ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুই ব্যক্তি ভুটানের নাগরিক বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে সেবক রোডের শপিং মলটিতে দুই ভুটানের নাগরিক আসেন। তাঁরা মলে ঘুরছিলেন।
এরপর মলে থাকা একটি আইসক্রিমের দোকানের থেকে দুটি আইসক্রিম নেন। তাদের দুজনের মোট ২৫০ টাকা বিল হয়। কিন্তু অভিযোগ, ওই দুই ব্যক্তি ২৫০ টাকার বদলে দোকানে ২০ টাকা দেন। এরপরই শুরু হয় বচসা।
হঠাৎ একটি ছুরি দিয়ে আইসক্রিম দোকানের এক কর্মীর উপর হামলা করা হয়। ঘটনার পর কর্মীর চিৎকারে ছুটে আসেন শপিং মলের বিভিন্ন স্টোরের কর্মী ও নিরাপত্তারক্ষীরা। ওই দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের ধরে নেওয়া হয়।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভক্তিনগর থানায় (Bhaktinagar Police Station)। পুলিশ এসে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে হামলায় ব্যবহৃত ছুরিটিকে বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। তবে মলের মধ্যে এমন ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার কর্মীরা।
মলের ঢোকার আগে প্রত্যেকের তল্লাশি করে ভেতরে ঢোকানো হয়। সেখানে ছুরি নিয়ে কীভাবে তাঁরা ভেতরে ঢুকল সেই নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে মলে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন ব্যবহারের অভিযোগও উঠেছে ধৃত দুই জনের বিরুদ্ধে।
এদিন আইসক্রিম দোকানের মালিক সুজিত সিং বলেন, “দুইজন আইসক্রিম খাওয়ার পর বিলের টাকা দিতে চাইছিল না। তা নিয়ে বচসা শুরু হয়। এরইমধ্যে একজন ছুরি বের করে হামলা করে।”
দোকানের এক কর্মীর গলায় ছুরিটি লাগে। পরে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে দোকানটির পাশে একটি প্রসাধনী দ্রব্যের দোকান ছিল। সেখানেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে দুইজনের বিরুদ্ধে।
এদিন ঘটনার পর ভক্তিনগর থানার পুলিশ দুইজনকে আটকের পাশাপাশি ছুরিটিও বাজেয়াপ্ত করেছে। তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মল জুড়ে। মল এর নিরাপত্তা বাড়ানোর জন্যে আর্জি জানিয়েছেন অন্যান্য ক্রেতারা।