SSC Scam : দুর্নীতির অভিযোগে ফুলসজ্জার আগে গিয়েছে চাকরি, ব‌উভাতে যাওয়া নিয়ে দোটানায় ‘প্রাক্তন’ সহকর্মীরা – jalpaiguri group c workers pranab roy lost his job on the day of his marriage


সরকারি চাকরিজীবী পাত্র। দেখেশুনেই বিয়ে দিয়েছিলেন বাড়ির সদস্যরা। ধুমধাম করেই হয়েছিল বিয়ের আয়োজন। কিন্তু, কালরাত্রিতেই ঘটে গেল তুমুল অঘটন। গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চাকরি গেল পাত্রর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। পাত্রের নাম প্রণব রায়। তিনি রাজডাঙা পিএম উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। ইতিমধ্যেই প্রণবের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রীতিমতো ঠাট্টার বন্যা বইছে নেটপাড়ায়। এদিকে মহা ফাঁপরে পড়েছেন তাঁর সহকর্মীরা। আজ বউভাতে উপস্থিত হবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারছেন না তাঁরা।

Calcutta High Court: এবার গ্রুপ সি, ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
রবিবার প্রণবের বউভাত আয়োজিত হয়েছিল। এর আগেই তাঁর চাকরি যাওয়ার খবর সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। রাজডাঙা স্কুলের প্রধান শিক্ষক সুদীপ দত্ত বলেন, “সামাজিক মাধ্যমে বিয়ের পর নববধূর ছবি দিয়ে এভাবে পোস্ট করা অনুচিত। SSC এবং আদালত যে নির্দেশ দিয়েছে আমরা সেই মোতাবেক কাজ করব।” তাঁর সংযোজন, এই ছবি ভাইরাল হওয়ার পর প্রণবের সহকর্মীরা সিদ্ধান্ত নিতে পারছেন না যে তাঁরা প্রীতিভোজ খেতে যাবেন কিনা।

SSC Scam: প্রাথমিকের পর Grp-C চাকরি বাতিল তালিকাতে নাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের
উল্লেখ্য, ২০১৭ সালে রাজডাঙা কেন্দা মহম্মদ উচ্চ বিদ্যালয়ে কাজে যোগ দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিয়ে করেন তিনি। শুক্রবার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেই জানতে পারেন চরম দুঃসংবাদ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় SSC নিয়োগ দুর্নীতিতে ৮৪২ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। আর সেই তালিকাতেই নাম ছিল প্রণবের।

Recruitment Scam : অযোগ্যদের শাসক যোগ! গ্রুপ সি চাকরিহারার তালিকায় তৃণমূল নেতা-কর্মীরা
বিষয়টি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এক নেটিজেনের টিপ্পনি, “সরকারি চাকুরে পাত্রেরও আজকাল কোনও গ্যারান্টি নেই। আগে দেখে নেবেন ঘুষ দিয়েছে কিনা।” অপর নেটিজেনের কটাক্ষ, “ কী অবস্থা! এই জন্যই বলে সৎপথে চলা উচিত। অন্যায় করলে একদিন না একদিন ফল পাবেনই। এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য আপনার পরিবারকে শক্তি দিক।”

প্রণবের বিয়ের ভাইরাল ছবি নিয়ে রীতিমতো ঠাট্টার জোয়ার বইছে নেটপাড়ায়। এদিকে যাঁকে নিয়ে এত হইচই সেই প্রণব ঠিক কী বলছেন? তাঁর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে এই সময় ডিজিটাল। কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ হয়। তাঁর পরিবার এবং আত্মীয়রাও কোনও মন্তব্য করতে রাজি হননি।

Group C Recruitment Scam: ‘মেয়ে চিটিংবাজ নয়’, গ্রুপ সি দুর্নীতিতে নাম জড়ানোয় হাহাকার প্রাক্তন TMC কাউন্সিলরের বাবার
উল্লেখ্য, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই মোতাবেক তালিকা প্রকাশ করেছে SSC। তাঁদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই কর্মীরা প্রবেশ করতে পারবে না স্কুলেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *