Tata Nano Singur Controversy : কেটে গিয়েছে ১৫ বছর, তবু বাজেট বিতর্কে সিঙ্গুর – tata nano singur controversy on budget discussion of state department


এই সময়: দেড় দশক পরেও রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের বাজেট আলোচনা আবর্তিত হলো সিঙ্গুরকে ঘিরে। রাজ্য থেকে টাটার গাড়ি কারখানা বিদায়ের পর কোনও বড় বিনিয়োগ আসেনি বলে অভিযোগ জানাল BJP। যদিও বিরোধী পক্ষের এই অভিযোগ উড়িয়ে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা তথ্য দিয়ে দাবি করলেন, রাজ্যে তৃণমূল জমানায় টাটা গোষ্ঠীর বিনিয়োগ অব্যাহত রয়েছে।

খড়্গপুরে টাটা মেটালিক্সে বড় বিনিয়োগ হয়েছে। TCS-সহ টাটা গোষ্ঠীর অন্য সংস্থাগুলিতেও বিনিয়োগ হয়েছে বলে শনিবার শিল্প দপ্তরের বাজেট আলোচনায় জানিয়েছেন শশী।

Tata Motors : শুধু মহিলারাই তৈরি করেন টাটাদের গাড়ি! পুনের কারখানায় অনন্য নজির কোম্পানির
শিল্প বাজেট নিয়ে বিতর্কের জবাবি বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, “BJP-র একাধিক বিধায়ক সিঙ্গুরের ন্যানো গাড়ি কারখানার কথা বলেছেন। কিন্তু গুজরাটের সানন্দে সেই কারখানা গেলেও ন্যানো বাজারে চলেনি। ন্যানো উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। সেই কারখানায় এখন বাইক তৈরি হয়। সিঙ্গুরে কারখানা না হওয়ার জন্য রাজ্যে বিনিয়োগ হচ্ছে না, এই অভিযোগ ভ্রান্ত। কারণ, টাটা মেটালিক্সে বড় বিনিয়োগ করেছে টাটা গোষ্ঠী। TCS-সহ অন্য সংস্থাতেও বিনিয়োগ করেছে টাটা গোষ্ঠী। সিঙ্গুরেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পতালুক করা হয়েছে।”

শিল্প বাজেটের আলোচনায় BJP-র বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ, মনোজ টিগ্গারা একযোগে অভিযোগ করেন, সিঙ্গুর থেকে টাটার ন্যানো কারখানা চলে যাওয়ার কারণেই রাজ্যে কোনও শিল্পপতি বড় বিনিয়োগ করেন না।

BJP-র সচেতক মনোজ টিগ্গা বলেন, “সিঙ্গুরে যদি জঙ্গি আন্দোলন না হতো, তা হলে টাটার কারখানা গুজরাটে যেত না। টাটা চলে যাওয়ার পর থেকে রাজ্যে শিল্প আসেনি। কারণ, রাজ্যে শিল্পের পরিবেশ নেই। তাই মুখ্যমন্ত্রী নতুন কারখানার ফিতে কেটে উদ্বোধন করছেন, এই ছবি কেউ দেখতে পায়নি।”

Mamata Banerjee On CPIM : কেন ছাড়, সারদা নিয়ে মুখ্যমন্ত্রীর তোপে সিপিএম
সিঙ্গুরে জমি আন্দোলনে অবশ্য BJP-ও সামিল হয়েছিল। পরে CPIM রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর অভিযোগ, “সিঙ্গুরে তৈরি হয়ে যাওয়া একটি কারখানা ধ্বংস করে রাজ্যের শিল্প সম্ভবনাকে ধূলিসাৎ করতে তৃণমূল-BJP-নকশাল সব হাতে হাত মিলিয়ে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই সময়ে BJP নেতারা এক মঞ্চে ছিলেন।”

বামেরা সিঙ্গুর নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকলেও শীর্ষ আদালতের রায় উল্লেখ করে শশী এ দিন বিধানসভায় বলেন, “সিঙ্গুরে জমি অধিগ্রহণ যে অবৈধ ছিল, তা সুপ্রিম কোর্ট তার রায়ে বলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার জোর করে জমি অধিগ্রহণের পক্ষে নয়, এই সরকার বুলডোজার সরকার নয়। তবু তৃণমূল সরকারই শিল্পের জন্য ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছে।”

Imitation Jewelry : ধর্মের কল বাতাসে নড়ে! কর্মসংস্থান হবে জেনেও সেই সিঙ্গুরেই গ্রামবাসীদের বাধার মুখে মমতা সরকারের ‘জুয়েলারি হাব’
দেবব্রত মজুমদার-সহ তৃণমূল বিধায়করাও দাবি করেন, মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর টাটা হিতাচি, টাটা মেটালিক্স-সহ একাধিক সংস্থায় টাটা গোষ্ঠী বিনিয়োগ অব্যাহত রেখেছে। এ ছাড়া এসার, হিরানন্দানি-সহ একাধিক শিল্পগোষ্ঠী রাজ্যে বিনিয়োগ করেছে।

গেরুয়া শিবিরকে বিঁধতে শশীর পাল্টা অভিযোগ, রাজ্য সরকার জমি বরাদ্দ করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এখনও ফ্রেট করিডর নির্মাণের কাজ শুরু করতে পারেনি। দুর্গাপুর স্টিল প্লান্টের সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ করা সত্ত্বেও এই ইস্পাত কারখানা সম্প্রসারণের কাজ শুরু করেনি কেন্দ্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *