Coal Smuggling : পাচারের আগে আটক ‘বেআইনি’ কয়লা-বালি বোঝাই গাড়ি! সাফল্য পুলিশের – coal and sand smuggling car caught by dubrajpur police


West Bengal News : ফের বড়সড় সাফল্য বীরভূম জেলা পুলিশের। পাচারের আগেই ধরা পড়ল কয়লা ও বালি বোঝাই ট্রাক্টর। রবিবার রাতে দুবরাজপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে কয়লা পাচার রুখল পুলিশ। উদ্ধার প্রায় ১৫ টন কয়লা।

দুবরাজপুর পানাগড় রাজ্য সড়কে তরুলিয়া মোড়ের কাছ থেকে বালি বোঝাই ট্রাক্টর আটক করে দুবরাজপুর থানার পুলিশ। যদিও দুই জায়গাতেই পুলিশ দেখে চম্পট দেয় গাড়ির চালকরা। অবৈধভাবে বালি এবং কয়লা পাচার করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা।

Coal Trafficking : গোরুর গাড়িতে করে কয়লা পাচারের চেষ্টা, দুবরাজপুরে অভিযান পুলিশের
কিন্তু তাদের সমস্ত কৌশল বানচাল করে দিচ্ছে বীরভূম জেলা পুলিশ। বীরভূম জেলা পুলিশ জেলার বিভিন্ন জায়গায় লাগাতার অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার হওয়া বালি এবং কয়লার গাড়ি আটক করছে। সোমবার রাতে বীরভূম জেলার দুবরাজপুরের গড়গড়া ব্রিজের কাছে রানিগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে অবৈধ কয়লা বোঝাই একটি গাড়ি আটক করে দুবরাজপুর থানার পুলিশ।

গাড়িটিতে প্রায় ১৫ টন অবৈধ কয়লা পাচার করছিল পাচারকারীরা। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। যদিও বা পুলিশকে দেখে চম্পট দেয় কয়লা বোঝাই গাড়ির চালক। এই গাড়ির মালিক কে এবং কয়লাগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।

Cattle Smuggling Case : পুলিশ দেখেই দে দৌড়! ধাক্কা গোরু-সহ গাড়ির
অন্যদিকে, আজ ভোরবেলায় দুবরাজপুর থানার পুলিশ টহল দেওয়ার সময় দুবরাজপুর পানাগড় রাজ্য সড়কে তরুলিয়া মোড়ের কাছে অবৈধ বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক করল দুবরাজপুর থানার পুলিশ। এই বালি গুলো দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের অজয় নদীর বিভিন্ন ঘাট থেকে নিয়ে এসে অবৈধভাবে পাচার করছিল পাচারকারীরা।

পাচারের আগেই ট্রাক্টর গুলো আটক করে পুলিশ। যদিও বা পুলিশকে দেখে চম্পট দেয় গাড়ির চালকরা। উল্লেখ্য, এর আগেও বহু অবৈধ কয়লা বোঝাই গাড়ি ও বালির গাড়ি আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ। বালি ও কয়লা পাচার রুখতে তৎপর জেলা প্রশাসন।

North East India News : ভোট মিটতেই কোটি কোটি টাকার সোনা-মাদক উদ্ধার উত্তর-পূর্ব ভারতে
উল্লেখ্য, গত ৫ মার্চ দুবরাজপুর থানার পুলিশ প্রায় ২০ টন অবৈধ কয়লা উদ্ধার করে। বীরভূমের সদাইপুর থানার পুলিশ জামথলিয়া গ্রামের রাস্তায় হানা দিয়ে অবৈধ কয়লা বোঝাই ৯টা মোটরবাইক আটক করে। এই জায়গা থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে চার টন অবৈধ কয়লা। পুলিশ অবৈধ কয়লা এবং মোটরবাইক উদ্ধার করে। তবে পুলিশকে দেখে অবৈধ কয়লা বোঝাই মোটরবাইক ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *