DA Latest News : জবাবদিহিতে সাহায্য, শোকজের সম্মুখীন DA ধর্মঘটীদের পাশে সংগঠন – govt employees showcaused for participating in the protests are supported by govt employees organization


বকেয়া ডিএ-র দাবিতে গত ৪৬ দিন ধরে শহিদ মিনার ময়দানে আন্দোলনে সরকারি কর্মী এবং পেনশনাররা। ধরনা অবস্থানের পাশাপাশি চলছে অনশন কর্মসূচিও। সরকারকে একাধিকবার ডেডলাইন দেওয়া হলেও বকেয়া DA মেটানো কিংবা কেন্দ্রীয় হারে DA নিয়ে কোনওরকম আশ্বাস মেলেনি। বরং কর্মবিরতি, আন্দোলনে যোগদানকারী সরকারি কর্মীদের সার্ভিস রুল ব্রেক খেসারত দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শোকজ লেটার ধরানো হয়েছে একাধিক সরকারি স্কুলের শিক্ষকদের। এমত অবস্থায় প্রতিশ্রুতি মতোই আন্দোলনকারীদের পাশে দাঁড়াল সংগঠন। কী ভাবে শোকজ লেটারের জবাব দেওয়া হবে, তার বিস্তারিত বয়ান তৈরি করে দেওয়া হল।

West Bengal Government DA News Today: বকেয়া DA-র দাবিতে ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ নবান্নর

আন্দোলনকারীদের পাশে সংগঠন

এই সময় ডিজিটালকে আন্দোলনরত সরকারি কর্মী সংগঠনের তরফে কিঙ্কর অধিকারী বলেন, “আমরা সর্বতভাবে আন্দোলনকারী সরকারি কর্মীদের পাশে রয়েছি। যারা, কর্মবিরতি, ধর্মঘটে সামিল হওয়ার জন্য শোকজ লেটার পেয়েছেন, সেই সমস্ত শিক্ষকদের সাহায্য করছে আমাদের সংগঠন। কী ভাবে তারা এই শোকজ লেটারের উত্তর দেবেন, তা নিয়ে একটি বিস্তারিত বয়ান তৈরি করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী উত্তর দেওয়াও শুরু হয়েছে। তা সত্ত্বেও যদি এই আন্দোলনকারীরা কোনও সমস্যার সম্মুখীন হন আমরা আইনি সাহায্যও দেব।”

DA Protest Latest News : কঠোর সরকার, ধর্মঘটে অনড় আন্দোলনকারীরা
‘বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে ডাকা ধর্মঘটে সামিল হওয়ার দরুন নির্দিষ্ট দিন কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলাম’। সংগঠনের পক্ষ থেকে এই বয়ান তৈরি করে দেওয়া হয়েছে প্রতিটি সরকারি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। সেই অনুযায়ী তাঁরা শোকজের উত্তর দিতেও শুরু করেছেন। এই মর্মে আইনি লড়াইয়েও সংগঠন তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

DA Protest Shaw cause reply

DA Protest Shaw cause reply : শোকজের বয়ান

DA Protest News : ‘বোমা মেরে উড়িয়ে দেব!’ DA আন্দোলনকারীদের মঞ্চে হুমকি চিঠি ঘিরে রহস্য

শিক্ষকদের বয়কট

প্রসঙ্গত, গত ১০ মার্চ শুক্রবার বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করেছেন রাজ্য সরকারী কর্মচারীদের একটা বড় অংশ। তার মধ্যে সামিল হয়েছিলেন স্কুল শিক্ষক ও কর্মীদের মধ্যে থেকে। আর সেই স্বতঃস্ফূর্ত সাড়ার জেরে হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। তারপর থেকেই স্কুলে ঢুকতে এসে জায়গায় জায়গায় বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন তাঁরা। এই বিক্ষোভ দেখানোর মূলে যেমন ছিলেন সাধারন মানুষ, তেমনি ছিলেন তৃণমূল কর্মী সমর্থক এমনকী পড়ুয়াদের অভিভাবকরাও। এই বিক্ষোভের খবর এসেছে সারা রাজ্য থেকেই। ধর্মঘট পালনের পর শিক্ষকরা স্কুলে ঢুকতে গেলে অভিভাবকরা এসে গেটে তালা ঝুলিয়ে দেয়। অনেকক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক ক্লাস দিতে নিষেধ করেন শিক্ষকদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *