DA Protest In West Bengal : রবিবারও পড়ানো! নেত্রীর তোপে স্কুল থামালেন হেডস্যর – north 24 parganas bagdah kaniara jadav chandra high school is running on sundays


এই সময়, বাগদা: রবিবার কেন স্কুল চলছে? এই প্রশ্ন তুলে এ দিন দলবল নিয়ে প্রধান শিক্ষকের কাছে রীতিমতো কৈফিয়ত তলব করলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী গোপা রায়। শুধু তাই নয়, অভিযোগ তৃণমূল নেত্রীর শাসানির মুখে পড়তে হয় বাগদার কনিয়াড়া যাদবচন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দারকে। শাসক দলের নেত্রী দলবল নিয়ে স্কুলে ঢুকে পড়ায় পঠনপাঠন মাঝপথেই বন্ধ হয়ে যায়।

বাগদা পঞ্চায়েত সমিতির সভানেত্রীর এই আচরণ অনেক অভিভাবকই ভালো চোখে নেননি। যদিও সংবাদমাধ্যমের সামনে এ নিয়ে মুখ খুলতে চাননি অভিভাবকরা।
উল্লেখ্য, DA-র দাবিতে ধর্মঘটকে সমর্থন জানিয়ে শুক্রবার স্কুলে আসেননি বাগদা ব্লকের কনিয়াড়া যাদবচন্দ্র হাইস্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

DA News West Bengal : বকেয়া DA মেটানোর দাবিতে ধর্মঘটে সামিল শিক্ষকরা, শোকজ-স্কুলে ঢুকতে বাধা
সে কথা আগেভাগে ছাত্রছাত্রীদের জানিয়েও দেওয়া হয়েছিল। সেই সঙ্গে বলে দেওয়া হয়, এক দিনের ক্ষতি পুষিয়ে দিতে রবিবার স্কুল খোলা থাকবে। শুক্রবার ক্লাস যেমন হয়নি, তেমনই মিড ডে মিলের রান্নাও হয়নি। রবিবারের মিড ডে মিলের খরচটা শিক্ষক-শিক্ষিকারা নিজেরা বহন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।

রবিবার স্কুল আছে জেনে ৭১০ জন পড়ুয়ার মধ্যে ২৫০ জন আসে। শুক্রবারের রুটিন মেনে রবিবার ক্লাস চলছিল। বেলা সাড়ে বারোটা নাগাদ আচমকাই ছন্দপতন।

বাগদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী গোপা রায় সদলবলে স্কুল ঢুকে পড়েন। সটান চলে যান প্রধান শিক্ষক অনুপম সর্দারের ঘরে। প্রশ্ন তোলেন, কেন রবিবার স্কুল খোলা রাখা হয়েছে? শুধু প্রশ্ন করেই ক্ষান্ত হননি। প্রধান শিক্ষককে ধমকও দিয়েছেন বলে অভিযোগ।

DA protest In West Bengal: বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে শিক্ষকেরা, বিশেষ ভূমিকায় নামলেন পরিচালন সমিতির সভাপতি
অভিযোগ, এ রাজ্যে থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করলে গুজরাট না হয় উত্তরপ্রদেশে চলে যেতে হবে বলে হুঁশিয়ারিও শুনতে হয়েছে প্রধান শিক্ষককে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্কুলে। মাঝপথেই বন্ধ হয়ে যায় স্কুল। চার পিরিয়ডের পর স্কুল ছুটি দিতে বাধ্য হয়েছেন বলে জানান প্রধান শিক্ষক অনুপম সর্দার।

এই প্রসঙ্গে বাগদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী গোপা রায় বলেন, “শুক্রবার স্কুল বন্ধ রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন প্রধান শিক্ষক। রবিবার ছুটির দিনে স্কুল খোলা রেখে বাচ্চাদের শৈশব কেড়ে নেওয়া হয়েছে। এরই প্রতিবাদ জানিয়েছি। রবিবার কেন স্কুল খোলা রাখা হয়েছে, সেই উত্তর চাইতেই এসেছিলাম।”

প্রধান শিক্ষক দাবি করেন, স্কুল খোলা রাখার বিষয়টি স্কুল পরিচালন সমিতির সভাপতিকে মৌখিক ভাবে জানিয়ে রাখা হয়েছিল। যদিও স্কুল পরিচালন সমিতির সভাপতি ব্রজেশ্বর দাস বলেন, “রবিবার স্কুল খোলা রেখে ভুল করেছেন প্রধান শিক্ষক। আমার সঙ্গে এই নিয়ে কোনও আলোচনা হয়নি।”

DA Protest In West Bengal : DA-র দাবিতে ধর্মঘট, দত্তপুকুরের স্কুলে ৩৪ শিক্ষকের মধ্যে হাজির মাত্র ৫! ক্ষুব্ধ অভিভাবকরা
প্রধান শিক্ষক অনুপম সর্দার বলেন, “এদিন পঞ্চায়েত সমিতির সভানেত্রী দলবল নিয়ে স্কুলে এসে আমাদের হুমকি দিয়েছেন। স্কুল খোলা রাখা নিয়েই যত অশান্তি। আতঙ্কে রয়েছি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *