রণয় তেওয়ারি: শহীদ মিনার ডিএ মঞ্চে রাতের অন্ধকারে হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য। বোমা মেরে মঞ্চ উড়িয়ে দেওয়ার হুমকি। ময়দান থানায় ইমেল মারফত অভিযোগ দায়ের। রবিবার মেল মারফত এই অভিযোগ জানিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার থানায় যাওয়ার কথা তাঁদের। কিন্তু ৬ তারিখ সকালে এই পোস্টার উদ্ধার হলেও, এতদিন তাঁরা গুরুত্ব দেননি বলেই জানিয়েছেন। যে চারটি পোস্টার পাওয়া গিয়েছে বলে দাবি, সেগুলো তাঁরা তুলে রেখেছিলেন। সোমবার এক মন্ত্রীর বক্তব্যের পরই বিষয়েটি তাঁরা সামনে এনেছেন।
এই পোস্টারকে ঘিরে আতঙ্কিত সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। গত ৪৬ দিন ধরে শহিদ মিনারে একটানা অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। সোমবার রাজ্যের এক মন্ত্রীর বক্তব্যের পরই রীতিমত চিন্তিত ও আতঙ্কিত তাঁরা।
সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা বলছেন, গত ৬ তারিখ সকালে মঞ্চের পেছন দিকে চারটি পোস্টার পড়ে থাকতে দেখেন তাঁরা। তাতে লেখা ছিল, ‘এই নাটক বন্ধ কর নইলে বম্ব মেরে মঞ্চ উড়িয়ে দেব’।
সেই সময়ে বিষয়েটি নিয়ে তাঁরা তেমন কোনও গুরুত্ব দেননি বলেই দাবি। উলটে পোস্টার গুলি তুলে রেখে, ১০ মার্চ ধর্মঘটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জি ২৪ ঘণ্টাকে জানানো হয়, বিষয়েটি নিয়ে তাঁদের চিন্তা হয় রবিবার। সংবাদমাধ্যমে, রাজ্যের এক মন্ত্রীর বক্তব্য তাঁরা শুনতে পান।
আরও পড়ুন: Byron Biswas: ‘তৃণমূলেই আছেন কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস’! বিস্ফোরক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
ওই মন্ত্রী যে কথা গুলি বলেছেন, এবং ৬ তারিখ সকালে মঞ্চের পেছন থেকে উদ্ধার হওয়া পোস্টার গুলিতে যা লেখা রয়েছে, তাতে কিন্তু অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা।
আরও পড়ুন: Anupam Kher: শান্তিনিকেতনে আমন্ত্রণ; ‘কোই মাই কা লাল আটকাতে পারবে না’, হুঙ্কার অনুপমের
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ জানান, রবিবার রাতেই তাঁরা বিষয়টি মেল মারফত ময়দান থানার পুলিসকে জানিয়েছেন। সোমবারই সশরীরে থানায় যাওয়ার কথা তাঁদের।
ইতিমধ্যে এই বিষয়ে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। তবে বিষয়েটি নিয়ে তাঁরা চিন্তিত ও আতঙ্কিত বলেই জানাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা।