স্কুল সূত্রে জানা গেছে, যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তারা সকলেই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কারনে তাদের স্কুলে পঠন পাঠন বন্ধ রয়েছে। কিছুদিন আগে স্কুলের তরফ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয় পরীক্ষার্থীদের। সেই সময় পরীক্ষার্থীরা অনেকটা আগেই স্কুলে আসে। যার ফলে স্কুল চত্বরে ভিড় হয়ে যায়৷ সেই ক্ষেত্রে স্কুলের তরফ থেকে তাদের একটি ঘরে বসবার কথা বলা হয়। সেই সময় এই ভিডিয়ো করা হয়েছে বলে প্রাথমিক অনুমান স্কুল কর্তৃপক্ষের। সোমবারই মূলত সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি ভাইরাল হয়েছে। যা সামনে আসতে নিন্দার ঝড় জেলা জুড়ে।
এদিকে এই ঘটনা সামনে আসতে এনিয়ে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এই ঘটনায় অবিলম্বে গঙ্গারামপুর গার্লস স্কুলের ছাত্রীদের আইডেন্টিফাই করে শাস্তি দাবী করেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক বাপ্পা মহন্ত।
অন্যদিকে এই বিষয়ে গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সীমা সরকার বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা করার পর থেকেই ক্লাস বন্ধ রয়েছে। সম্প্রতি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড নিতে স্কুলে আসে। অনেকজন এক সঙ্গে আসায় তাদের একটি ঘরে বসতে বলা হয়। অ্যাডমিট কার্ড বিতরণ করা হয় সকলকেই৷ প্রাথমিক অনুমান ওই ঘরেই এমন ভিডিয়ো করা হয়েছে। তবে এই বিষয়টি কখনোই ভালো নয়। স্কুলের গ্রহণযোগ্যতা কমে যায়। এবিষয়ে তারা পরীক্ষার পর যথাযথ ব্যবস্থা নেবেন।
