HS Exam Viral Video: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই ভাইরাল পরীক্ষার্থীদের অশালীন নাচের ভিডিয়ো – dakhin dinajpur gangarampur girls high school student indecent dance video create stir after it posted on social media


HS Exam 2023: রাজ্যে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুলের ইউনিফর্ম পড়া অশালীন নাচ গানের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় জেলাজুড়ে৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর গার্লস হাইস্কুলে। শুধুমাত্র ভাইরাল ভিডিয়ো নয়, অশালীন অঙ্গ ভঙ্গিমায় মেতে ওঠে ছাত্রীরা। পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ ও গঙ্গারামপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের অশালীন গান নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এবার গঙ্গারামপুর গার্লস হাই স্কুলেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। গঙ্গারামপুরের উল্লেখযোগ্য স্কুল গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর গার্লস হাই স্কুল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গঙ্গারামপুর গার্লস হাইস্কুলের পরীক্ষার্থীদের অশালীন গান ও নাচের ভিডিয়ো।

HS Exam 2023 : রেল চলাচল বিঘ্ন হলে বিকল্প পরিবহণের ব্যবস্থা করুন, সমস্ত জেলাশাসককে চিঠি নবান্নর

স্কুল সূত্রে জানা গেছে, যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তারা সকলেই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কারনে তাদের স্কুলে পঠন পাঠন বন্ধ রয়েছে। কিছুদিন আগে স্কুলের তরফ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয় পরীক্ষার্থীদের। সেই সময় পরীক্ষার্থীরা অনেকটা আগেই স্কুলে আসে। যার ফলে স্কুল চত্বরে ভিড় হয়ে যায়৷ সেই ক্ষেত্রে স্কুলের তরফ থেকে তাদের একটি ঘরে বসবার কথা বলা হয়। সেই সময় এই ভিডিয়ো করা হয়েছে বলে প্রাথমিক অনুমান স্কুল কর্তৃপক্ষের। সোমবারই মূলত সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি ভাইরাল হয়েছে। যা সামনে আসতে নিন্দার ঝড় জেলা জুড়ে।

এদিকে এই ঘটনা সামনে আসতে এনিয়ে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এই ঘটনায় অবিলম্বে গঙ্গারামপুর গার্লস স্কুলের ছাত্রীদের আইডেন্টিফাই করে শাস্তি দাবী করেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক বাপ্পা মহন্ত।

Higher Secondary Exam 2023 : উচ্চ মাধ্যমিকের আগেই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অ্যাডমিট, পরীক্ষা দেওয়া নিয়ে সংশয়ে পরীক্ষার্থী

অন্যদিকে এই বিষয়ে গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সীমা সরকার বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা করার পর থেকেই ক্লাস বন্ধ রয়েছে। সম্প্রতি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড নিতে স্কুলে আসে। অনেকজন এক সঙ্গে আসায় তাদের একটি ঘরে বসতে বলা হয়। অ্যাডমিট কার্ড বিতরণ করা হয় সকলকেই৷ প্রাথমিক অনুমান ওই ঘরেই এমন ভিডিয়ো করা হয়েছে। তবে এই বিষয়টি কখনোই ভালো নয়। স্কুলের গ্রহণযোগ্যতা কমে যায়। এবিষয়ে তারা পরীক্ষার পর যথাযথ ব্যবস্থা নেবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *