Mamata Banerjee : ED-CBI-এর ‘অপব্যবহার’ রুখতে বৈঠকে বিরোধীরা, মঙ্গলে দিল্লিযাত্রা মমতার – mamata banerjee to visit delhi on tuesday for opposition meeting against agency policy



লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) যত কাছে আসছে ততই দেশে রাজনীতির পারদ চড়ছে। বিরোধী ঐক্য মজবুত করতে মাঠে নেমে পড়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। কখনও পেগাসাস, কখনও আদানি আবার কখনও কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়ার মতো অভিযোগ তুলে সরকারকে একযোগে আক্রমণ শানাচ্ছেন মমতা, নীতীশ, লালু, অখিলেশরা। এবার সেই বিরোধী মঞ্চেই ডাক পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জানা গিয়েছে, তাঁকে মঙ্গলবার বিরোধী রাজনৈতিক দলগুলির একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Suvendu Adhikari: ‘মুখ্যমন্ত্রীর পদকে ভয় পায়…’, CBI-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মোদীকে চিঠি শুভেন্দুর

দিল্লি যাচ্ছেন মমতা

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবারই দিল্লি উড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী সেখানে যোগ দেবেন বিরোধীদের একটি বৈঠকে। অ-BJP দলগুলিকে নিয়ে ডাকা সেই বৈঠকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। এ প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়াকে কুণাল ঘোষ বলেন, “জনবিরোধী কার্যকলাপের জন্যই এ বার আর BJP সরকার গড়তে পারবে না। যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলির পিছনে ED-CBI লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের ভয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে, এই প্রসঙ্গ বৈঠকে তুলে ধরবেন বাংলার নেত্রী।” জানা গিয়েছে, বিরোধী বৈঠকের অন্যতম মূল ইস্যু হতে চলেছে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে আর্থিক বঞ্চনার বিষয়টিও।

ED on Tejashwi Yadav: পাটনার পর দিল্লি, রেলে নিয়োগ দুর্নীতি মামলায় লালু-পুত্র তেজস্বীর বাড়িতে ED-র হানা
‘এজেন্সি পলিসি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) একযোগে চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য রাজনৈতিক নেতারা। এবার তাঁরা নিজেদের মধ্যে এই পলিসি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাইছেন। জানা গিয়েছে, এই নিয়ে আলোচনার জন্য প্রথম প্রস্তাব এসেছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে। তবে বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

Lalu Prasad Yadav : রাবড়ির পর লালু, CBI-এর মুখোমুখি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট ৯ নেতা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কে চন্দ্রশেখর রাও, ফারুক আবদুল্লাহ, শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধাব ঠাকরে, ভগবত মান, অখিলেশ যাদব, তেজস্বী যাদব। কতজন বিরোধী নেতার বিরুদ্ধে তদন্ত হয়েছে সেই প্রসঙ্গও সবিস্তারে তুলে ধরা হয়েছে চিঠিতে। প্রসঙ্গত, দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার CBI-এর হাতে গ্রেফতারির পরই এই চিঠি দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। তারপরই অবশ্য ED রেড হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতে। একে একে জিজ্ঞাসাবাদ করা হয় লালু প্রসাদ, তাঁর পত্নী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তথা বর্তমান উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতে। তাঁর অন্তসত্ত্বা স্ত্রীকে ১৫ ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখার নজিরবিহীন ঘটনাতেও উষ্মা প্রকাশ করেছেন সকল নেতা নেত্রীরা। এছাড়াও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী KCR কন্যা কে কবিতাকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *