Natu Natu: ‘লুটো লুটো’, অস্কারজয়ী ‘নাটু নাটু’-র অনুপ্রেরণায় পার্থ-অনুব্রতকে নিয়ে মিমের ছড়াছড়ি – oscar winning song natu natu meme used to take a dig on partha chaterjee and anubrata mondol


অস্কারের মঞ্চে বাজিমাত ‘নাটু নাটু’-র। কিন্তু এর মধ্যেই RRR সিনেমার গানের দৃশ্যের মিম ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যার মাধ্যমে নিয়োগ দুর্নীতি ও গোরু পাচার মামলা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে বিঁধেছেন নেটিজেনদের একাংশ।

‘নাটু নাটু’-র আদলে তৈরি ওই মিমের নাম দেওয়া হয়েছে ‘লুটো লুটো’। সেখানে রামচরণের জায়গায় রয়েছে পার্থ চট্টোপাধ্য়ায় মুখ।

Naatu Naatu Meaning : অস্কার জয়ী গানের তালে নাচছে বিশ্ব! দুনিয়া কাঁপানো ‘নাটু নাটু’-র অর্থ কী?
অন্যদিকে অনুব্রত মণ্ডলের মুখ বসানো হয়েছে জুনিয়ার NTR-র ছবিতে। পার্থ ও অনুব্রতর পিছনে দেখা যাচ্ছে টাকার পাহাড়।

উল্লেখ্য, এছাড়াও বেশ কিছু মিম ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেখানেই ‘নাটু নাটু’ গানে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে নাচতে দেখা গিয়েছে।

গত বছরের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় বাংলার তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর পর পার্থ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালান তাঁরা।

সেই তল্লাশিতেই কোটি কোটি টাকা উদ্ধার হয়। এর পরই দল থেকে পার্থকে সাসপেন্ড করে তৃণমূল। মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে।

অন্যদিকে গত বছর জন্মাষ্টমীর দিনে গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের জেলা সভাপতি তথা লাল মাটির জেলার দোর্দণ্ডপ্রতাপ এই নেতাকে নিয়ে এর পর শুরু হয় টানাপোড়েন।

Oscar 2023 RRR : ‘নাটু নাটু’-র বিশ্বজয়, ‘RRR’-এর হাত ধরে ভারতের ঝুলিতে দ্বিতীয় অস্কার
গ্রেফতার হওয়ার পর থেকেই অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে কয়েকদিন আগেই তাঁকে দিল্লিতে নিয়ে গিয়েছে ED।

দিল্লিতে অনুব্রতকে দফায় দফায় জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অনুব্রত কন্য়া সুকন্যাকেও তলব করা হয়েছে। সূত্রের খবর, বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন গোয়েন্দারা।

উল্লেখ্য, সোমবারই সেরা সংগীত বিভাগে অস্কার জিতে নেয় ‘নাটু নাটু’। এর আগে সেরা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছিল এই গান। তার পরই অস্কারে মনোনয়ন পেয়েছিল এই গান।

গত বছর মুক্তি পায় এসএস রাজামৌলি পরিচালিত RRR। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এই সিনেমা। তেলগু ভাষার এই সিনেমায় ‘নাটু নাটু’ গানে নাচতে দেখা গিয়েছে রামচরণ ও NTR জুনিয়ারকে।

Korean Ambassador on Natu Natu: ‘প্রাণবন্ত …’, নাটু নাটু-তে কোরিয় রাষ্ট্রদূতের নাচ দেখে মুগ্ধ মোদী
সিনেমায় এই গানের সংগীত পরিচালক ছিলেন এমএম কিরাবাণী। গানটির কথা লিখেছেন চন্দ্রবোস।

এহেন অস্কারজয়ী ‘নাটু নাটু’-র আদলে তৈরি মিমের জেরে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত ঘাস-ফুল শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *