RRR Movie Song : গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের পর এবার ৯৫ তম অস্কারের মঞ্চেও নাটু নাটুর জয়জয়কার। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে জোড়া অস্কার জিতল ভারত। সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কৃত হল এসএস রাজামৌলীর মাস্টারবাস্টার মুভি আরআরআর-এর জনপ্রিয় গান নাটু নাটু। এই গানের জন্য পুরস্কার নিতে মঞ্চে উঠলেন ‘নাটু নাটু’-র সুরকার এমএম কিরভানি ও চন্দ্রাবোস।