Road Accident : জাতীয় সড়কে ডাম্পারে ধাক্কা বাসের, আহত ১২যাত্রী – bardhaman road accident at nh19 12 injured


West Bengal News : পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার ফাগুপুরে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হল একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আসানসোলের বরাকর থেকে কৃষ্ণনগর যাওয়ার দূরপাল্লার এই বেসরকারি বাসটি কৃষ্ণনগর যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের ফাগুপুর পার্কিং মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে ধাক্কা মারে।

যাত্রীবোঝাই বাসে ধাক্কা লরির

বাসের ইঞ্জিনের বাঁদিক দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় প্রায় ১২ জন যাত্রী জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল (Bardhaman Medical College and Hospital) ও বর্ধমানের একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি করা হয়।

Road Accident : মোটর বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু, আগুন লাগিয়ে রাজ্য সড়কে বিক্ষোভ স্থানীয়দের
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের (NH19) ফাগুপুর পার্কিং এর কাছে। এরপরেই স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৮ জন যাত্রী বর্ধমান হাসপাতালে ভর্তি করা হলেও ৫ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Baruipur Road Accident : বারুইপুরে গাড়ি -বাইকের সংঘর্ষে মৃত ১, চালক পলাতক
পুলিশ ডাম্পার ও বাস দুটিকেই আটক করেছে। স্থানীয় বাসিন্দা ও বাসে থাকা যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, প্রচণ্ড গতিতে থাকা বাসটি নিয়ন্ত্রন হারাতেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ৩ জনের আঘাত গুরুতর। তাঁদের হাসপাতালে রেখেই চিকিৎসা করা হচ্ছে। তবে বাসের অধিকাংশ যাত্রীরাই সুরক্ষিত রয়েছে।

Purba Medinipur News : জাতীয় সড়কে উলটে গেল ভোজ্যতেল বোঝাই ট্রাক, তেল কুড়োতে হুড়োহুড়ি
বাস দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, “রাস্তার ধারে দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। হঠাৎ করে বিশাল জোরে ধাক্কা লাগার আওয়াজ পাই। দেখি একটি যাত্রীবাহী বাস একটি ডাম্পারকে ধাক্কা মেরেছে। বাসে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। আমি ও আরও কিছু স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে তাদের বাস থেকে বেরিয়ে আসতে সাহায্য করি। আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। যদিও যাত্রীদের অধিকাংশই সুরক্ষিত ছিলেন”।

Digha Police : মদ্যপ অবস্থায় হুল্লোড় দিঘায়, পুলিশি অভিযানে ধৃত একাধিক
এক বাস যাত্রী ক্ষোভের সুরে বলেন, বাসের চালককে বারবার গতি নিয়ন্ত্রনের কথা বলা হলেও চালক তাতে কর্ণপাত করেননি। যদিও এক দুর্ঘটনার পরে বাসের চালক ও খালাসি পলাতক বলে পুলিশ জানিয়েছে। ওই দুজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Road Accident : লরির ধাক্কায় টোটো উলটে ৪ জনের মৃত্যু
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে। বেশ কিছু মৃত্যুও হয়েছে এই দুর্ঘটনাগুলিতে। বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী থাকছে বেপরোয়া গতি। প্রশাসনের বক্তব্য, ১৯ নম্বর জাতীয় সড়কে নজরদারি রয়েছে। বেপরোয়া গতি দেখলেই সেই যানবাহনকে জরিমানা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *