Siddiqullah Chowdhury : ‘কাজ না করলে থানা থেকে বের হতে দেব না’, সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি সিদ্দিকুল্লার – minister siddiqullah chowdhury slams police from bardhaman meeting


Bardhaman News : এবার পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি স্বয়ং গ্রন্থাগার মন্ত্রীর। পূর্ব বর্ধমানের মেমারি ব্লকে তৃণমূলের একটি সভা থেকে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বার্তা “আজ লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম পুলিশকে। ওরা কাজ না করলে মেমারি থানার বড়বাবুকে ঘেরাও করে রাখব। থানা থেকে বার হতে দেব না।’’ উল্লেখ্য, মেমারি ২ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি মহম্মদ ইসমাইলের সঙ্গে মন্ত্রীর মত বিরোধ দীর্ঘদিনের। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, “বাবু দাপাদাপি করে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ দক্ষ প্রশাসকের ভূমিকা পালন করুক।”

TMC MLA Abdul Karim Chowdhury: ‘মুখ্যমন্ত্রী ব্যবস্থা না নিলে পদত্যাগ করব,’ দলীয় কর্মীর মৃত্যুতে হুঁশিয়ারি আবদুল করিম চৌধুরীর
ফের বিস্ফোরক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এবার পুলিশকে এক হাত নিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। রবিবার পূর্ব বর্ধমানে মেমারির ঝিকরার সভা থেকে তিনি বলেন, “যে বা যারা মন্ত্রী সভার ক্যাবিনেট মন্ত্রীকে গালমন্দ করে অপদস্ত করছে। আইনের চোখে তারা অপরাধ করছে। পুলিশ তাদের গ্রেফতার করে নেবে আমি বলে রাখছি।” পরক্ষণেই তিনি বলেন, “পুলিশ কী করবে তার ব্যাপার। পুলিশকে বুঝতে হবে কারা অফিসিয়াল দল। আঁশ আর বাঁশ পাতাকে এক করলে হবে না। মাছের আঁশ ফলে দেওয়া হয়। আর বাঁশ পাতা তার একটা দায়িত্ব আছে।”

Mamata Banerjee : সাগরদিঘিতে কেন পরাজয়, খতিয়ে দেখতে কমিটি নেত্রীর
মেমারি ২ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি মহম্মদ ইসমাইলের সঙ্গে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর অন্তর্দ্বন্দ্ব দীর্ঘদিনের। এদিনের মঞ্চ থেকেও নাম না করে প্রাক্তন সভাপতি মহম্মদ ইসমাইলের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়েই পুলিশকে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বক্তৃতার মাঝেই তিনি বলেন, ” পুলিশ কী ভাবছে, উনিও দল, এনিও দল। পুলিশ কি নাবালক নাকি ? পুলিশকে সাবালক হতে হবে। এসব ভণ্ডামি আমি শুনবো না। কোন অ্যাকশান না হলে সাধারণ মানুষ সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে রাস্তা নেমে প্রতিবাদ করবে। আমি বুঝে নেব।”

Madan Mitra : ‘পুলিশের মধ্যে চর আছে…’, ব্যারাকপুর কমিশনারেটকে ঝাঁঝালো আক্রমণ মদনের
রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মেমারির ঝিকরা গ্রামে তৃণমূল কংগ্রেসের সভা ছিল।প্রাক্তন মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ ইসমাইলের বাড়ির কাছেই মন্ত্রীর সভা হয়। সেখানে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বক্তৃতায় পুলিশের উপর রীতিমতো চাপ সৃষ্টি করে বলেন পুলিশকে দক্ষ প্রশাসনের ভূমিকা পালন করতে হবে।

Sovandeb Chattopadhyay : শোভনদেবের ‘বহিরাগত’ মন্তব্যের প্রতিবাদ, আদিবাসীদের অবরোধে স্তব্ধ ঝাড়গ্রাম
তাঁর কথায়, “যাঁদের পয়সা আছে, তাঁরা দেবে। পুলিশকে তেল দেবে। আমি নির্বাচিত জন প্রতিনিধি। আমি পুলিশকে তেল লাগাতে যাবো না। প্রয়োজনে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি বা ডিজিকে বলবো।” তাঁর এই মন্তব্যের পরেই জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এমনকী যেখানে পুলিশ মন্ত্রক সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে, সেখানে পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি নিয়েও শুরু হয়েছে বিতর্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *