South 24 Parganas News : কিশোরীর সঙ্গে জোর করে সহবাসের অভিযোগ, অন্তঃসত্ত্বা হয়ে পড়লে খুনের চেষ্টা! – south 24 parganas youth allegedly arrested for molesting minor girl


West Bengal News : ১৭ বছরের এক নাবালিকার সঙ্গে হাড়হিম করা ঘটনা ঘটল দক্ষিন ২৪ পরগনা জেলার বারুইপুরে (Baruipur)। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বুদ্ধদেব হালদার নামের এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে ধৃত বুদ্ধদেবের মোবাইলে অজানা নম্বরের মিসড কলের সূত্রে পরিচয় হয়। তারপর বাড়তে থাকে কথাবার্তা। বুদ্ধদেবের তরফে প্রেমের প্রস্তাব দিয়ে ডেকে পাঠানো হয় ওই নাবালিকাকে।

Purba Medinipur : রাতের অন্ধকারে নাবালিকাকে শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ, কাঁথিতে গ্রেফতার ৩ যুবক
আর তারপর জোর করে ওই নাবালিকাকে বিয়ে করার অভিযোগ ওঠে। করা হয় জোরপূর্বক সহবাস। এরপর ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে খুনের চেষ্টাও করে বুদ্ধদেব, এমনই অভিযোগ উঠেছে। অভিযুক্ত বুদ্ধদেব বাসন্তী (Basanti) থানার আমড়ামেথি এলাকার বাসিন্দা। ওই নাবালিকার পরিবারের অভিযোগ জানানোর ভিত্তিতে বুদ্ধদেব হালদারকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ (Baruipur Police Station)।

South 24 Parganas News : সন্তানের সামনেই অন্তঃসত্ত্বা বধূকে ‘ধর্ষণ’, কুলতলিতে ধৃত যুবক
নাবালিকা অভিযোগ করে বলে, “আমাদের মধ্যে মোবাইল থেকে সম্পর্ক গড়ে ওঠে। তারপর দেখা করার নাম করে বুদ্ধদেব আমাকে তাঁর ভাইয়ের বাড়ি বারুইপুরে নিয়ে যায়। সেখানেই আমাকে জোর করে বিয়ে করে ও আটকে রাখে। আমার ইচ্ছার বিরুদ্ধেই শারীরিক সম্পর্কও তৈরি করে”।

Dakshin 24 Pargana : বিধবার সঙ্গে লিভ ইন, টাকা-গয়না নিয়ে হাওয়া প্রেমিক! ভাঙড় থেকে গ্রেফতার অভিযুক্ত
এরপরেই ওই নাবালিকা অভিযোগ করে বলে, “আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় আমাকে খুনের চেষ্টাও করে বুদ্ধদেব”। এই ঘটনার পর ওই নাবালিকার নিজের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয়টি বিশদে জানায়। ঘটনায় সাহায্য নেওয়া হয় মানবাধিকার সংগঠনের সদস্যদেরও। তাঁদের সঙ্গে দেখা করে তাদের সাহায্য নিয়ে নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে বারুইপুর থানায়। তারপরই ঘটনায় অভিযুক্ত বুদ্ধদেব হালদারকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ।

Nadia News: প্রেমিকাকে রাস্তা থেকে সরাতে খুন! প্রেমিকের বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য নদিয়ায়
পুলিশ সূত্রে খবর, গত চার মাস আগে ওই নাবালিকা নিখোঁজ হয়। এর পরেই ওই নাবালিকাকে খুনের চেষ্টা ও জোর করে সহবাসের অভিযোগ দায়ের হয় বারুইপুর থানায়, ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে সোমবার বারুইপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ও যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই মামলা দায়ের করা হবে বলে জানা গিয়েছে।

Child Marriage : মামাবাড়িতে নিয়ে গিয়ে কিশোরীকে বিয়ে দেওয়ার তোড়জোড়! ছাদনাতলায় হাজির পুলিশ, তারপর…
মানবাধিকার সংগঠনের সভাপতি গোপাল সাহা বলেন, “এটি একটি অত্যন্ত ভয়াবহ ঘটনা। আমরা এই ঘটনা জানতে পারার পরেই ঘটনার গুরুত্ব বুঝতে পেরে পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলি। আর কিছুদিন দেরি হলেই হয়ত কোনও মারাত্মক কাণ্ড ঘটে যেত”। ওই অভিযুক্ত যাতে উপযুক্ত শাস্তি পায়, তার চেষ্টা মানবাধিকার সংগঠন করবে বলে জানিয়েছেন গোপালবাবু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *