Sovan Chatterjee: পুরনো ছবিতে আপত্তি, দেবশ্রী রায়কে আইনি নোটিস পাঠালেন শোভন চট্টোপাধ্যায় – sovan chatterjee sends legal notice to debashree roy says in a video


West Bengal Latest News: পুরনো ছবি নিয়ে বিবাদের সূত্রপাত। অভিনেত্রী ও প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়কে (Debashree Roy) আইনি নোটিস (Notice) পাঠালেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য।

জানা গিয়েছে, দেবশ্রী রায় ও শোভন চট্টোপাধ্যায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এখন শুধুই তিক্ততা। সমস্যা এতটাই গভীর যে জল গড়াল আদালতের দরজায়।

Locket Chatterjee and Partha Chatterjee : ‘পার্থদার খুব ভালো বান্ধবী…’, লকেটকে নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

কেন আইনি নোটিশ?

জানা গিয়েছে, দেবশ্রী রায়ের সঙ্গে এক ফ্রেমে তোলা ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি অভিনেত্রী ও রায়দিঘির প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়ের সোশাল মিডিয়া প্রোফাইল থেকে দুটি পুরনো ছবি পোস্ট করা হয় যা নিয়ে আপত্তি তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। উল্লেখ্য, ছবির ক্যাপশনে শোভনকে কলকাতার মেয়র বলে উল্লেখ করা হয়েছে।

Suvendu Adhikari : ‘মুকুল BJP-তেই’, স্পিকারের সিদ্ধান্তকে ফের চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে শুভেন্দু

একটি ভিডিয়ো বার্তায় শোভন চট্টোপাধ্যায় দাবি করেছেন,” আমার অনুমতি ছাড়া, আমাকে না জানিয়ে আমার পারিবারিক অনুষ্ঠান ও কাজের জায়গায় তো ছবি পোস্ট করা হয়েছে। সেখানে আমার প্রাক্তন সরকারি পদের নাম উল্লেখ করা হয়েছে। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের কথা তুলে ধরে যা পোস্ট করা হয়েছে তা সঠিক নয়। ওগুলি অনেক আগের ঘটনা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনভাবে পোস্ট করা হয়েছে যে দেখে মনে হচ্ছে ঘটনাগুলি তখনকার। বর্তমান পরিস্থিতি এখন তেমন নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। এর মধ্যে আমি সুপরিকল্পিত চক্রান্তের গল্প পাচ্ছি। আমি সমস্ত নিয়ম মেনে এই ছবি নিয়ে দেবশ্রী রায়কে আইনি নোটিশ পাঠাচ্ছি।”

Primary TET Scam : সিবিআই চাইলে রাজসাক্ষীতে রাজি তাপস ও নীলাদ্রি, কেন হতে যাব? পালটা কুন্তল

এখানেই শেষ নয়, পুরনো মামলার প্রসঙ্গ তুলে শোভন চট্টোপাধ্যায় বলেন, ”এর আগে রত্না চট্টোপাধ্যয়কে (Ratna Chatterjee) সঙ্গে নিয়ে আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন দেবশ্রী রায়। সেই মামলা খারিজ করে দেন বিচারক।”

শোভন চট্টোপাধ্যায়ের পাঠানো এই আইনি নোটিশ নিয়ে শোরগোল বঙ্গ রাজনীতির ময়দানে। এর আগে আদালতের লড়াইয়ে দেবশ্রী রায়ের পাশে দাঁড়িয়েছিলেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ তাদের পুরনো পারিবারিক বন্ধু। সেসময় দেবশ্রী আক্রমণ করেছিলেন শোভন বান্ধবী বৈশাখী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *