Suvendu Adhikari : ‘মুকুল BJP-তেই’, স্পিকারের সিদ্ধান্তকে ফের চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে শুভেন্দু – suvendu adhikari again files petition against speaker decision of calling mukul roy as bjp mla


মুকুল রায় BJP-তেই রয়েছেন।’ এমনটাই জানিয়েছিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার রাজ্য়ের বিরোধী দলনেতা বলেন, “মুকুল রায়কে নিয়ে স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে আমরা কলকাতা হাইকোর্টে আজকে একটি মামলা দায়ের করেছি। যাতে একটি বেঞ্চে শুনানি হয়ে এর দ্রুত নিষ্পত্তি হয়, সেই আর্জিও জানিয়েছি। সংবিধানের দশম কাউন্সিলের নিয়ম কার্যকর করেন না এই বিধানসভার অধ্যক্ষ। আইনি লড়াইকে তরান্বিত করা এবং সুপ্রিম কোর্টের নিয়মকে মান্যতা দেওয়ার বিষয়টি নিয়ে আমি সশরীরে এসে বিচারপতিকে সবটা জানালাম।” অন্যদিকে, কৃষ্ণ কল্যাণীর বিধায়ক পদ খারিজ নিয়েও হাইকোর্টে মামলা করেছেন BJP বিধায়ক অম্বিকা রায়।

Suvendu-Partha Clash : ‘এক মাসে ঢুকিয়ে দেব’ মন্তব্যের জের, শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পার্থর

কী অভিযোগ শুভেন্দুর?

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ১১ জুন তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে গলায় উত্তরীয় পরিয়ে দেন। সেই সময়ই দলত্যাগ আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি তোলেন শুভেন্দু অধিকারী। কিন্তু, এরপরই দেখা যায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয় মুকুলকে। যা সাধারণত বিরোধী দলের নেতাকেই করা হয়।

এরপর থেকেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলতে থাকে। BJP আছেন মুকুল রায় (Mukul Roy), এমনটাই রায় দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। গত জুনে দীর্ঘ শুনানির পরে এই সিদ্ধান্ত জানান বিধানসভার অধ্যক্ষ। মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ করে দেন তিনি।

Suvendu Adhikari : ‘একমাসের মধ্যে ঢুকিয়ে দেব’, বিধানসভায় মন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর

মুকুলের বিধায়ক পদ নিয়ে দীর্ঘ টানাপোড়েন

পরবর্তীতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রায় পুনর্বিবেচনা করতে বলে হাইকোর্টে যান বিরোধী দলনেতা। তাঁর সুপারিশের ভিত্তিতে ফের শুনানি হয়। কিন্তু, তাতেও মুকুলের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ হয়ে যায়। মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদনে বিধানসভায় ৫ দফায় শুনানি হয়েছিল। কিন্তু, প্রতিবারই অধ্যক্ষ তাঁকে BJP-র বিধায়ক হিসেবে উল্লেখ করেন।

Mamata Banerjee : বিরোধীদের ক্ষমা করুন ঈশ্বর, বার্তা মুখ্যমন্ত্রীর
এরপর সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। কিন্তু, সুপ্রিম কোর্ট মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। মুকুল রায়ের বিধায়কপদ খারিজ নিয়ে বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে শীর্ষ আদালতের নির্দেশ অনুসারেই শুভেন্দু সোমবার এই ইস্যুতে আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *