জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে তিনি অপরিহার্য। তবে টেস্ট ক্রিকেটে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ছাড়াই মাঠে নামছে টিম ইন্ডিয়া (Team India)। লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারছেন না। এমন অবস্থায় আইপিএল (IPL 2023) শেষ হলেই রোহিত শর্মার (Rohit Sharma) দল ইংল্যান্ডে (England) উড়ে যাবে। কারণ অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধেই যে বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে নামবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। এমন অবস্থায় প্রশ্ন আসতে বাধ্য যে, হার্দিক কি আদৌ টেস্ট ক্রিকেটে কামব্যাক করবেন?
১৭ মার্চ থেকে অজিদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে রোহিত খেলবেন না। তাই ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক। সেই সিরিজের আগে টেস্ট ক্রিকেটে কামব্যাকের প্রসঙ্গে বলেন, “আমি অবশ্যই কামব্যাক করব। সঠিক সময় এলে টেস্ট ক্রিকেট আবার খেলতে নামব।”
আরও পড়ুন: Shreyas Iyer, IPL 2023: চোট পাওয়া শ্রেয়সের বদলে কেকেআর-এর সম্ভাব্য পাঁচ অধিনায়ক কে? ছবিতে দেখুন
চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। এর আগে থেকে অবশ্য টি-টোয়েন্টি দলকেও নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। সেটা মনে করিয়ে হার্দিক যোগ করেন, “এই মুহূর্তে আমি শুধু সাদা বলের ক্রিকেটে মনঃসংযোগ করছি। সীমিত ওভারের ক্রিকেট খেলে আমার শরীর যদি সঠিক ভাবে সাড়া দেয়, তাহলে অবশ্যই টেস্ট খেলতে নামব।”
২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন হার্দিক। মাত্র ১১টি টেস্ট খেলেই তাঁর লাল বলের ক্রিকেটে কেরিয়ার আপাতত থেমে গিয়েছে। রান করেছেন ৫৩২। সঙ্গে রয়েছে ১টি শতরান ও চারটি অর্ধ শতরান। একইসঙ্গে ১৭টি উইকেট নিয়েছেন হার্দিক। এহেন তারকা অলরাউন্ডারকে কি লাল বলের ক্রিকেটে দেখা যাবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।