Asit Majumdar On Locket Chatterjee : নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্যের জের, লকেটের বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল বিধায়কের – tmc mla asit majumder filing a case against bjp mp locket chatterjee


West Bengal News : দু’দিন আগেই চুঁচুড়ার তৃনমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক অসিত মজুমদারকে টার্গেট করে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। আর আজ তারই জেরে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চুঁচুড়া আদালতে (Chinsurah Court) মানহানীর মামলা দায়ের করলেন অসিত মজুমদার। সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে অসিতের বিরুদ্ধে অভিযোগ করেছেন লকেট। দাবি করেছেন তাঁর কাছে তথ্য আছে যে বেশ কিছু চাকরি বেআইনি ভাবে পাইয়ে দিয়েছেন অসিত।

Locket Chatterjee and Partha Chatterjee : ‘পার্থদার খুব ভালো বান্ধবী…’, লকেটকে নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক
আর এই মন্তব্যের জেরে তাঁর সম্মানহানী হচ্ছে ঘরে বাইরে, এমনটাই মনে করেছেন অসিত মজুমদার। তাই আজ মঙ্গলবার চুঁচুড়া সিজেএম আদালতে মানহানীর মামলা দায়ের করেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক বলেন, “আমাকে মানুষ ভালোবাসে। আমি আছি বলেই চুঁচুড়ার মানুষ সুরক্ষিত। আর সেখানে লকেট ক্রমাগত আমাকে বদনাম করার চেষ্টা করে যাচ্ছেন। এর জন্যই আমি মামলা করছি।”

তিনি আরও বলেন, “লকডাউনের সময় আমি অনেক মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাবারের জিনিষ দিয়েছিলাম। তখনও লকেট আমাকে নিয়ে কুৎসা করেছিলেন যে আমি নাকি সরকারী চাল চুরি করে দান করছি। সেই সময় আমি মামলা করতে গিয়েও করিনি। কিন্তু এবার আর ছাড়ছি না।”

Firhad Hakim : ‘এই পার্থদাকে আমি চিনতাম না, বহু বছর…’, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক ফিরহাদ
এক ধাপ এগিয়ে এরপর বিধায়ক বলেন, “কে শান্তনু, কে কুন্তল, কে পার্থ কারা কারা এসব দুর্নীতি করেছে, আর লকেট আমার নাম নিয়েই চলেছেন। যারা দুর্নীতি করছে, তাঁরা ধরা পড়ছে, শাস্তিও পাবে। সেখানে অহেতুক আমার নাম কেন নেওয়া হচ্ছে যেখানে আমি এর কোনও কিছুই জানিনা!”

বিধায়কের মনে হচ্ছে, লকেটের তাঁর প্রতি কোনও ব্যক্তিগত আক্রোশ রয়েছে, তাই এই ধরনের মন্তব্য করে চলেছেন তিনি। অসিত বাবুর বক্তব্য, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে লকেট নিজের দলের সিটগুলি টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন, একথা আমাকে কিছু BJP-র লোকই বলেছেন। এটা যেহেতু ওদের দলের ব্যাপার, তাই আমি এগুলো নিয়ে কোনও মন্তব্য করিনি। আমি চাইলে লকেটকে নিয়ে কুৎসা করতে পারতাম।”

Locket Chatterjee : ‘চুঁচুড়ার বিধায়কও অনেককে চাকরি দিয়েছেন, তথ্য রয়েছে…’, বিস্ফোরক লকেট
অসিতের সোজা জবাব, ইট মারলে পাটকেল খেতে হবে। এই বিষয়ে চুঁচুড়া আদালতের আইনজীবী নির্মাল্য চক্রবর্তী জানান, “নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মানহানী আর শান্তিশৃঙ্খলা ভঙ্গের জন্য ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়েছে। এই মামলায় সর্বাধিক দুই বছর জেল অথবা জরিমানা হতে পারে অথবা দুটোই হতে পারে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *