Debashree Roy : আইনি চিঠি ‘প্রাক্তন বন্ধু’ শোভনের, জবাবে মুখ খুললেন দেবশ্রী রায় – what is debashree roy reaction after sovan chatterjee has done a legal case against her


পুরনো ছবি নিয়ে ‘বিবাদ’! প্রাক্তন বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। ঘটনায় রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

গোটা ঘটনায় ঠিক কী মন্তব্য দেবশ্রী রায়ের? তাঁর সঙ্গে এই সময় ডিজিটালের তরফে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু, শোভন চট্টোপাধ্যায়ের আইনি পদক্ষেপ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি দেবশ্রী। তিনি বলেন, “আমার ফালতু সময় নেই। আমি অন্য কাজে ব্যস্ত।”

Sovan Chatterjee: পুরনো ছবিতে আপত্তি, দেবশ্রী রায়কে আইনি নোটিস পাঠালেন শোভন চট্টোপাধ্যায়
ঠিক কী নিয়ে বিতর্ক?
জানা গিয়েছে, দেবশ্রী রায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করা নিয়েই আপত্তি তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। দেবশ্রী রায় নামে সোশাল মিডিয়া প্রোফাইল থেকে কিছু ছবি পোস্ট করা হচ্ছে, যা অনেক পুরনো বলে মনে করছেন শোভন। আর এই ছবিগুলি নিয়েই আপত্তি তুলেছেন শোভন চট্টোপাধ্যায়।

Soumitra Banerjee Death Reason: খল চরিত্রের ‘জান’, মহিলাদের ত্রাস! বাস্তবে কেমন ছিলেন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়?
এই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা হয়েছে। আমার প্রাক্তন সরকারি পদ প্রসঙ্গও উল্লেখিত রয়েছে সেখানে। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের বিষয় সামনে রেখে যে পোস্টগুলি করা হয়েছে তা একেবারেই সঠিক নয়। তা অনেক পুরনো ঘটনা।” এই গোটা ঘটনায় তিনি ‘চক্রান্ত’-এর গন্ধ পাচ্ছেন। ভবিষ্যতে চক্রান্ত করা হলে তিনি আইনি লড়াই লড়বেন বলে জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

Urfi Javed Debate: ধর্মীয় ভাবাবেগে আঘাত! উরফির বিরুদ্ধে মামলা ফয়জানের

Tathagata Roy Saugata Roy : ‘যব তক এক ভাই বোল রাহা হ্যায়…’, BJP-র তথাগতর বাড়িতে তৃণমূলের সৌগত
আর এই বিষয়গুলির জন্য তিনি দেবশ্রী রায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও জানান শোভন চট্টোপাধ্যায়। একইসঙ্গে অতীতের তিক্ততা প্রসঙ্গও উল্লেখ করেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এর আগে রত্না চট্টোপাধ্যায় (শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী। বর্তমানে তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলা আদালতে বিচারাধীন)-কে সঙ্গে নিয়ে আমার বিরুদ্ধে মামহানির মামলা করেছিলেন দেবশ্রী। কিন্তু, সেই মামলা খারিজ হয়ে যায়।”

Group C Recruitment Scam : ‘১০ বছরের প্রেম, বউ ছেড়ে যাবে না’, আত্মবিশ্বাসী ফুলশয্যার আগে চাকরি হারানো প্রণব
এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। যদিও পুরো বিতর্কে কোনও নির্দিষ্ট প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি দেবশ্রী রায়ের পক্ষ থেকে। উল্লেখ্য, শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী অতীতে দেবশ্রী রায়কে আক্রমণ করেছিলেন। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়।

Primary TET Scam : সিবিআই চাইলে রাজসাক্ষীতে রাজি তাপস ও নীলাদ্রি, কেন হতে যাব? পালটা কুন্তল
তিনি সেই সময় দেবশ্রী রায়ের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, “ও আমাদের পারিবারিক বন্ধু।” প্রসঙ্গত, এর আগে শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায় একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। আপাতত তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলা আদালতে বিচারাধীন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *