Firhad Hakim : ‘এই পার্থদাকে আমি চিনতাম না, বহু বছর…’, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক ফিরহাদ – west bengal minister firhad hakim attacks ex education minister partha chatterjee on recruitment scam


Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। গচ বছর ২২ জুলাই পার্থর গ্রেফতারির পর তাঁকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের পর প্রাক্তন সতীর্থকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ এদিন বলেন, “কী হয়েছে আমি জানি না, তবে যা হয়েছে সেটা কাম্য নয়। টাকা নিয়ে চাকরির যে কথা শুনছি, যদিও আদালতে প্রমাণ হয়নি। এমনটা যদি সত্যি হয়, তবে তা অত্যন্ত লজ্জার।” এরপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ফিরহাদ। তিনি বলেন, “এই পার্থদাকে আমি চিনতাম না। বহু বছর পার্থদার সঙ্গে রাজনীতি করছি। আমি স্বপ্নেও কোনওদিন ভাবতে পারিনি যে কেউ টাকা নিয়ে চাকরি দেবে।”

Udayan Guha: ‘ছবির নীচে সততার প্রতীক লিখতে পারছেন না মমতা, তার জন্য আমরা দায়ী!’ বিস্ফোরক রাজ্যের মন্ত্রী
তিনি আরও বলেন, “আমরা প্রত্যেকে চাই যে পার্টির ছেলেদের চাকরি হোক, বেকার ছেলেদের চাকরি হোক। কারও অধিকার হরণ করে যদি চাকরি দিয়ে থাকে তবে সেটা অন্যায়, সেটা পাপ।” দলনেত্রীর উপর আস্থা অটুট রেখে ফিরহাদ বলেন, “সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, চাঁদে দাগ থাকতে পারে কিন্তু, তাঁর কোনও দাগ নেই। তিনি কোনও অন্যায় করতে পারেন না। তিনি কাউকে বিশ্বাস করে থাকতে পারেন, সেটা ভুল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে ঠকেছেন। কিন্তু এত বড় সংগঠন, বিশ্বাস রাখতেই হবে।”

Firhad Hakim on Fufura Sharif: ফুরফুরার উন্নয়নে আলোচনার বার্তা, নওশাদকে ‘ভাই’ সম্বোধন ফিরহাদ-তপনের
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ফিরহাদের মন্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এঁদের মুখে নীতি কথা ঝড়ে পড়ছে। ফিরহাদ হাকিমের আয়নায় নিজের মুখ দেখা উচিৎ। কাউকে বিশ্বাস করে ভাগ নেওয়াটা অপরাধ। শান্তনুরা গঙ্গার পাড়ে সম্পত্তি বাড়াচ্ছে, অন্যদিকে কালীঘাটেও সম্পত্তিত বাড়ছে।”

Locket Chatterjee and Partha Chatterjee : ‘পার্থদার খুব ভালো বান্ধবী…’, লকেটকে নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক
বিজেপি নেতা রাহুল সিনহা এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “নারদার টাকা নেওয়ার সময় ফিরহাদ কি মমতাকে জিজ্ঞেস করেছিলেন? নিয়োগ দুর্নীতি ওপর থেকে নীচ পর্যন্ত রয়েছে। এত বড় দুর্নীতির খবর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না জানেন বলে দাবি করেন, সেটা কেউ বিশ্বাস করবে না। সারা বাংলা জুড়ে দুর্নীতি হয়েছে, ফিরহাদ হাকিম মন্ত্রী থাকাকালীন। ওনার এই কথা বলার অধিকার নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *