Higher Secondary Exam 2023 : গ্রিন করিডোর করে পরীক্ষার্থীকে সেন্টারে পৌঁছে দিল পুলিশ, কুর্নিশ নেটিজেনদের – citizen thanks kolkata police initiative to reach hs examinee to exam centre timely


Kolkata Police : গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে। সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ। মঙ্গলবার সকালে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে পুলিশের সাহায্যপ্রার্থী হয়ে এগিয়ে আসে এক ছাত্র। সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে কিনা সে বিষয়ে সংশয় ছিল পরীক্ষার্থীর মনে।

সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া শুরু করেন উপস্থিত ট্রাফিক পুলিশ কর্মী। শ্যামবাজার থেকে মাছুয়া বাজারের রঘুমল আর্য বিদ্যালয়ে গ্রিন করিডোর করে পৌঁছে দেওয়া হয় ওই পরীক্ষার্থীকে। ঘটনা সংক্রান্ত বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে কলকাতা পুলিশ।

Higher Secondary Examination 2023 : পুলিশ কাকুই ভরসা! ৩ পরীক্ষার্থীকে সঠিক সেন্টারে পৌঁছে দিলেন OC
সেখান জানানো হয়, “সকাল ৯.৫০ নাগাদ শ্যামবাজার পাঁচমাথা মোড়ে আমাদের দিকে এগিয়ে আসে এক ছাত্র। জানায়, দুই কিলোমিটারেরও বেশি দূরে রঘুমল আর্য বিদ্যালয়ে তার পরীক্ষা কেন্দ্র। কিন্তু পরীক্ষা শুরু সকাল দশটায়। অর্থাৎ সময়মত পৌঁছনোর কোনও আশাই নেই।”

পরীক্ষা কেন্দ্রে ওই পরীক্ষার্থীকে পৌঁছে দেওয়ার জন্য এরপর তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী। দ্রুত উল্টোডাঙা ট্রাফিক গার্ডকে ‘গ্রিন করিডর’ তৈরি করার নির্দেশ দেন শ্যামবাজার ট্রাফিক গার্ডের ওসি ইনস্পেকটর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কলকাতা পুলিশ জানিয়েছে, ইনস্পেকটর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছেলেটিকে নিজের গাড়িতে বসিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে।

Higher Secondary Exam 2023 : পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনা, আহত ৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
এরকমই আরেকটি ঘটনা লক্ষ্য করা যায় কাঁকুড়গাছিতেও। মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ কাঁকুড়গাছিতে ইন্দ্রাণী মেমোরিয়াল গার্লস স্কুলের কাছে কর্তব্যরত ছিলেন উল্টোডাঙা ট্রাফিক গার্ডের সার্জেন্ট অনুপম চক্রবর্তী। কিছু অভিভাবক তাঁকে জানান, বেলেঘাটার শান্তিনগর এলাকায় নিজের বাড়িতে পরীক্ষার অ্যাডমিট কার্ড ফেলে এসেছে এক ছাত্রী।

সঙ্গে সঙ্গে নিজের বাইকে বসিয়ে তাকে নিয়ে তার বাড়ি চলে যান সেই ট্রাফিক পুলিশ কর্মী। ছাত্রীর মায়ের কাছ থেকে কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে তাকে পৌঁছে দেন পরীক্ষা শুরু হওয়ার আগেই। কলকাতা পুলিশের এই উদ্যোগকে সামাজিক মাধ্যমে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।


কেউ লিখেছেন, “পুলিশের এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডে শুধু পুলিশের নয়, কলকাতার মুখও উজ্জ্বল হচ্ছে।” আবার কেউ লিখেছেন, “সদা সর্বদা সজাগ আমাদের সকলের অতি প্রিয় কলকাতা পুলিশ, আমার আন্তরিক শুভেচ্ছা ওঁদের জন্য।”

HS Exam 2023 : যানজট এড়াতে উচ্চ মাধ্য়মিক পড়ুয়াদের জন্য ট্রাফিক হেল্পলাইন, অতিরিক্ত বাস-মেট্রোও
পাশাপাশি, পরীক্ষার্থীদেরও এবং তার পাশাপাশি তাদের অভিভাবকদেরও আরও কিছুটা দায়িত্বজ্ঞান সম্পন্ন হওয়ার উপদেশ দিয়েছেন অনেক নেটিজেন। কেউ লিখেছেন, ” কলকাতা পুলিশের উদ্যোগকে ধন্যবাদ। তবে অভিভাবকদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।”

অনেকে আবার মজা করে বলেছেন, “আমি ওখানে থাকলে আগে ছাত্রটিকে কান ধরে ওঠবস করতাম।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *