Higher Secondary Examination 2023 : অদম্য জেদের সামনে হার মানল শারীরিক প্রতিবন্ধকতা, এবারের উচ্চ মাধ্যমিকে মুর্শিদাবাদের জেমিমা – murshidbad student gave hs exam being special abled


Murshidabad News : মানসিক শক্তির সামনে যে শারীরিক কোনও বাধা কিছুই না, তা প্রমান করে দেখালেন মুর্শিদাবাদ জেলার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী । শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ছাত্রী জেমিমা ইয়াসমিন। অন্যের উপর ভর করে প্রায় আট কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সামসেরগঞ্জের চাচন্ড বি জে হাইস্কুলে কার্যত এক প্রকার শুয়েই পরীক্ষা দিলেন বানিচাদ আগরওয়াল স্কুলের ছাত্রী। ইচ্ছে শক্তি আর মনের জেদে জেমিমা ইয়াসমিনের এই পরীক্ষা দেওয়া।

Higher Secondary 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু 14 মার্চ, ফল ঘোষণা কবে? জানাল সংসদ
জেমিমার এই পদক্ষেপকে স্যালুট করেছেন সকলেই। জানা গিয়েছে, সামসেরগঞ্জের লালপুর গ্রামের বাসিন্দা খালেকুজ্জামানের মেয়ে জেমিমা ইয়াসমিন। পায়ে অক্ষম হওয়ার পাশাপাশি হাত ও মুখও কার্যত অসাড়। অন্যের উপর ভর করেই নিয়মিত বানিচাদ আগরওয়াল স্কুলে পড়াশুনা করতে যেতেন তিনি। মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার পাশাপাশি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন জেমিমা।

Higher Secondary Examination 2023 : পুলিশ কাকুই ভরসা! ৩ পরীক্ষার্থীকে সঠিক সেন্টারে পৌঁছে দিলেন OC
মঙ্গলবার প্রথম দিন দিদির সঙ্গে সামসেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুলে আসেন তিনি। যেহেতু ওই ছাত্রী বেঞ্চে বসে পরীক্ষা দিতে অক্ষম তাই তার জন্য আলাদা ভাবে একটি রুমে মাদুর পেতে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয় স্কুলের পক্ষ থেকে। সেখানেই কার্যত শুয়ে শুয়ে পরীক্ষা দেন জেমিমা।

Higher Secondary 2023: রাত পোহালেই উচ্চ মাধ্যমিক, আটোঁসাটো নিরাপত্তায় পড়ুয়াদের সঙ্গে পরীক্ষা সংসদেরও
এই বিষয়ে জেমিমার দিদি বলেন, “আমার বোন ছোট থেকেই শারীরিক ভাবে প্রতিবন্ধী। পরিবারের অবস্থা খুব সচ্ছল না হওয়ায় সেরকম ভাবে ভালো চিকিৎসাও করানো যায়নি। কিন্তু এসব কিছুই জেমিমার কাছে বাধা হয়নি পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনা করতে সে খুবই ভালবাসে। পরীক্ষাতেও নিয়মিত ভালো ফল করে। এই বছর জেমিমা ভালো প্রস্তুতি নিয়ে নিজের ইচ্ছে শক্তিতে ভর করে পরীক্ষা দিতে এসেছে। আশা করছি ভালো পরীক্ষা হবে”।

HS Exam Viral Video: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই ভাইরাল পরীক্ষার্থীদের অশালীন নাচের ভিডিয়ো
চাচন্ড বি জে হাইস্কুলের এক শিক্ষক রীতিমতো জেমিমার প্রশংসা করে বলেন, “অনেক পড়ুয়া আছে যারা সব কিছু হাতের মধ্যে পেয়েও, আর্থিক ভাবে সচ্ছল পরিবারের হয়েও ঠিকঠাক পড়াশোনা করতে চায় না, এমনকি পরীক্ষাও দিতে চায় না। তাঁদের কাছে জেমিমা এক জলজ্যান্ত উদাহরণ। এভাবে পরীক্ষা দেওয়া যে কতটা কষ্টের, তা যে না দেখবে, সে বুঝতে পারবে না। আমরা সকলেই চাই, জেমিমার পরীক্ষা যেন ভালো হয়, এবং ভবিষ্যতে যেন আরও পড়াশোনা করতে পারে”। ছাত্রীর এই অদম্য জেদের প্রশংসা করেছেন সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *