Hooghly News : থানার সামনে আইনজীবীকে জুতোপেটা দুই মহিলার! তুলকালাম চুঁচুড়ায় – chinsurah lawyer beaten by two women near police station on physical assault case


West Bengal News: প্রকাশ্য রাস্তায় চুঁচুড়া থানার সামনে মহিলারা জুতো পেটা করছেন আইনজীবীকে। এই ঘটনা দেখে সকলে অবাক হয়ে যান। ঘটনার ভিডিয়ো মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই আইনজীবীর নাম মলয় মজুমদার। চুঁচুড়া আদালতের ওই আইনজীবীকে মারধরের দৃশ্য দেখে থমকে যাচ্ছেন পথ চলতি মানুষও। তাঁকে জুতো দিয়ে বেধড়ক মারেন দুই মহিলা। তবে তাঁকে কেন মারধর করা হচ্ছে, সেই নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হয়।

আইনজীবীর বাড়িতে ভাড়া থাকেন এক মহিলার অভিযোগ, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে কুপ্রস্তাব দেন আরেক ভাড়াটে। ওই মহিলা আইনজীবীকে জানালে গোটা বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা বলে তিনি। তবে দিনের পর দিন একই ঘটনা চলতে থাকার কারণে অতিষ্ঠ হয়ে ওঠেন মহিলা। এমনকী তাঁকে দোকানে ঢুকে মারধর করা হয় বলেও অভিযোগ।

Dakshin 24 Pargana : ফোনে বন্ধুত্ব থেকে বিয়ের প্রতিশ্রুতি, মা ও মেয়েকে যৌনপল্লিতে ‘বিক্রি’ করায় ধৃত ২
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’বছর ধরে মেয়েকে নিয়ে ওই আইনজীবীর বাড়িতে ভাড়া রয়েছেন ওই মহিলা। দিনের পর দিন হেনস্তার শিকার হয়ে পুলিশে অভিযোগ জানানো চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। তবে আইনজীবী ওই মহিলাকে বলেন, যে পুলিশে অভিযোগ করে কোনও লাভ হবে না।

ওই ব্যক্তির সঙ্গে সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করেননি ওই আইনজীবী। এমনকী অভিযুক্ত ব্যক্তির পক্ষ নিয়ে ওই মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এরপর থানায় অভিযোগ জানতে গেলে সেখানে ওই আইনজীবীর সঙ্গে দেখা হয়। দুই মহিলাকে বাধা দিলে ওই আইনজীবীকে জুতো দিয়ে বেধড়ক মারেন ওই মহিলা ও তাঁর মা।

Dakshin 24 Pargana : বিধবার সঙ্গে লিভ ইন, টাকা-গয়না নিয়ে হাওয়া প্রেমিক! ভাঙড় থেকে গ্রেফতার অভিযুক্ত
মহিলা বলেন, “আমার স্বামী প্রায় ছয় বছর ধরে নিরুদ্দেশ, সেটা ওই আইনজীবী জানেন। বাড়ি হচ্ছে বলে আমি ওখানে ভাড়া এসেছিলাম। ওনার বাড়ির নীচে একজন বয়স্ক লোক ভাড়া থাকেন। ওই ব্যক্তি আমাকে কুপ্রস্তাব দিয়েছে, মদ খেয়ে এসে আমার হাত ধরে টানে। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনও সমাধান হয়নি। বাড়িওয়ালাকে জানালেও কোনও প্রতিকার করেননি। এমনকী থানাতেও উনি কেস নিতে না করেন।”

Howrah News : দেওরের মৃত্যু খবরে হার্ট অ্যাটাক বউদির! হাওড়াতে শোকের ছায়া

অভিযুক্ত আইনজীবী মলয় মজুমদার এই ঘটনা প্রসঙ্গে বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি দুই ভাড়াটের সমস্যা মিটিয়ে দেওয়ার কথা বলেছিলাম। মহিলার মানসিক সমস্যা রয়েছে বলেই এই কথা বলছেন।” চুঁচুড়া থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন, পুলিশ জানিয়েছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *