HS Exam 2023: উচ্চ মাধ্যমিক শুরুর ঘণ্টা পড়ার পর ছাত্রী জানল ভুল পরীক্ষা কেন্দ্র, তারপর… – higher secondary student of siliguri mistakenly reached wrong exam center


Higher Secondary Exam 2023: ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় দশটা। উচ্চমাধ্যামিকের প্রথম দিন প্রথম পরীক্ষা শুরুর ঘণ্টা পড়ার পর সামনে এল বিষয়টি। ভুল করে অন্য পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েছিল দুই ছাত্রী। ১০ বেজে যাওয়ার পর এমন ভুল সামনে আসায় ব্যাপক উদ্বেগে পড়েন দুই পরীক্ষার্থী।

জীবনের অন্যতম বড় নির্ণায়ক পরীক্ষা উচ্চ মাধ্যমিক। পরীক্ষার প্রথমদিনই বিভ্রাট। ভুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর কথা সামনে এল যখন, তখন ঘড়িতে ১০ টা বেজে পার। পরীক্ষার্থীদের এমন জীবনমরণ সমস্যায় শেষে ফের ত্রাতা পুলিশ।

Higher Secondary Examination 2023 : পুলিশ কাকুই ভরসা! ৩ পরীক্ষার্থীকে সঠিক সেন্টারে পৌঁছে দিলেন OC

পুলিশের তৎপরতার কারণেই শেষমেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল ছাত্রীরা। সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১০ টা থেকে শুরু হয় পরীক্ষা । কিন্তু, মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে ঘটে বিপত্তি ।

জানা গিয়েছে, এদিন সকাল সকালই হিন্দি হাইস্কুলের দুই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান। তাঁরা পৌঁছায় শিলিগুড়ি গার্লস হাইস্কুলে। কিন্তু, সেখানে পৌঁছানোর পর দুইজন জানতে পারে যে তাঁরা ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে। কিন্তু, ততক্ষণে ১০টা বেজে গিয়েছে। পরীক্ষা শুরু হয়ে গিয়েছে।

দুই পরীক্ষার্থী তখনই আবিষ্কার করেন শিলিগুড়ি গার্লস হাইস্কুলে নয়, তাদের সিট পড়েছে বাবুপাড়ায় জোৎস্নাময়ী স্কুলে । পরীক্ষা কীভাবে দেবে ভেবে চিন্তায় পড়ে যায় ছাত্রীরা। শিলিগুড়ি গার্লস হাইস্কুলে পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তায় ছিল শিলিগুড়ি থানার পুলিশ। তারা দ্বারস্থ হন তাঁদের।

Higher Secondary Examination 2023 : উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ভুল সেন্টারে পরীক্ষার্থী, ট্রাফিক পুলিশের তৎপরতায় অবশেষে গন্তব্যে

শিলিগুড়ি থানার এক এসআই গোপাল মণ্ডল তিনি ডিউটিতে ছিলেন স্কুলে। তিনি ঘটনার কথা জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে ওই ছাত্রীদের ডাকেন। স্কুলের সামনেই ছিল পুলিশের গাড়ি।

এরপর সেই গাড়িতে হুটার বাজিয়ে জোৎস্নাময়ী স্কুলে পৌঁছে দেন দুই ছাত্রীকে। গার্লস স্কুল থেকে জোৎস্নাময়ী স্কুলের দূরত্ব প্রায় ২-৩ কিলোমিটার। হুটার বাজিয়ে উড়ালপুল দিয়ে ছাত্রীদের স্কুলটিতে পৌঁছে দেওয়া হয়। একটু দেরীতে হলেও দুই ছাত্রী শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে পেরেছে দুই ছাত্রী।
পুলিশের এমন ভূমিকায় খুশি অভিভাবকেরা।

HS Exam Viral Video: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই ভাইরাল পরীক্ষার্থীদের অশালীন নাচের ভিডিয়ো

এদিন অভিভাবকেরা জানান, পুলিশ না থাকলে হয়তো দুই ছাত্রীর পরীক্ষা দেওয়া হতোনা। তাঁরা নিজেরা রওনা হলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে অনেকক্ষণ লেগে যেত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *