HS Exam 2023 : বনপথে পরীক্ষাথীদের নিরাপত্তা দিতে জলদাপাড়ার বন্ধ ৬ বনপথ – forest department has announced measures for safety of higher secondary student


এই সময়, আলিপুরদুয়ার : মাধ্যমিকের প্রথম দিনে জঙ্গলপথে হাতির হানায় পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আর কোনও ঝুঁকি নিতে নারাজ বন দপ্তর। আজ, মঙ্গলবার, থেকে শুরু এ বছরের উচ্চমাধ্যমিক। পরীক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে একগুচ্ছ পদক্ষেপ করার কথা ঘোষণা করেছে বন দপ্তর। উচ্চমাধ্যমিক চলাকালীন জলদাপাড়া জাতীয় উদ্যানে বন্ধ রাখা হচ্ছে ৬টি বনপথ।

লাগাতার বনবস্তিগুলিতে মাইকে সচেতনতার প্রচার চালাচ্ছেন বনকর্মীরা। পরীক্ষার্থীদের কড়া পাহারায় বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার শেষে আবার বাড়ি ফেরাবে বন দপ্তর। পরীক্ষার্থীরা যাতে কোনও ভাবেই জঙ্গলের শর্টকাট পথ ব্যবহার না করে তার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Higher Secondary Exam : হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর তৎপর প্রশাসন, জঙ্গলের রাস্তায় পরীক্ষার্থীদের জন্য শতাধিক বাসের ব্যবস্থা
পরীক্ষা চলার সময়ে লোকালয়ে যাতে বন্যপ্রাণীদের আনাগোনা ঠেকানো যায়, তার জন্য গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। এছাড়াও পরীক্ষাকেন্দ্রগুলির সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখার জন্য রেঞ্জ অফিসারদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বন দপ্তরের পর্যবেক্ষণ, গত অক্টোবর মাসের পর থেকে একেবারেই বৃষ্টিপাত না হওয়ায় জলদাপাড়া ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে চরম জলকষ্ট ও খাবারের অভাব দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে তৃষ্ণা মেটাতে ও খাবারের খোঁজে বন্যপ্রাণীদের লোকালয়ে চলে আসার প্রবণতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক কারণেই যা চরম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বন দপ্তরের সামনে। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিপত্তি এড়াতে মরিয়া বন দপ্তর।

পরীক্ষার্থীদের সুরক্ষার প্রশ্নে দুই জাতীয় উদ্যানের বনাধিকারিকরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক সেরেছেন। সেখানে উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলির ইনচার্জ, জেলার পুলিশ ও প্রশাসনের কর্তারা। রবিবারই দক্ষিণ মেন্দাবাড়ির ডিপো পাড়ায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বাইসনের আক্রমণে বেঘোরে প্রাণ গিয়েছে এক প্রৌঢ়ার।

HS Exam 2023 : রেল চলাচল বিঘ্ন হলে বিকল্প পরিবহণের ব্যবস্থা করুন, সমস্ত জেলাশাসককে চিঠি নবান্নর
তাতে বনকর্তাদের উদ্বেগ আরও বেড়েছে। তাঁরা নিশ্চিত যে, অনাবৃষ্টি জারি থাকলে অরণ্যের ভেতরে বন্যপ্রাণীদের ঠেকিয়ে রাখা প্রায় অসম্ভব। তাই যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়েছে বিপত্তি এড়ানোর প্রস্তুতি।

বন দপ্তর ও জেলা প্রশাসনের তরফে বনবস্তির পরীক্ষার্থীদের যাতায়াতের জন্যে পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বনের মধ্যে দিয়ে ওই গাড়িগুলি চলাচলের সময়ে মোতায়েন থাকবেন আগ্নেয়াস্ত্রধারী বনকর্মীরা। কোনও রকম বিপদ আঁচ করলেই তাঁরা ওয়াকিটকির মাধ্যমে ঊর্ধ্বতন বনকর্তাদের পরিস্থিতি সম্পর্কে জানান দেবেন।

Higher Secondary 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু 14 মার্চ, ফল ঘোষণা কবে? জানাল সংসদ
বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্র অধিকর্তা প্রবীণ কাসোয়ান বলেন, “মাধ্যমিক পরীক্ষার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা এবার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করেছি। আমরা আশাবাদী, আমাদের সবার মিলিত প্রয়াসে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা নির্ভয়ে পরীক্ষা দিতে পারবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *