Mamata Banerjee : প্রধান বিচারপতিকে পেলে বলতাম চাকরি ফিরিয়ে দিন: মমতা – mamata banerjee requests judges to reappoint those who lost their jobs in recruitment scam case


“যারা অন্যায় করেছে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুন। কিন্তু, নির্দোষরা যেন দোষের ভাগীদার না হয়। আইন মেনে তাঁদের চাকরি ফিরিয়ে দিন।” নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ে পর পর চাকরি বাতিল হয়েছে একাধিক ছেলেমেয়ের। তাঁদের কথা ভেবে আবেগপ্রবণ মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুর কোর্টের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আজকে আমি সামনে প্রধান বিচারপতিকে পেলাম না। কিন্তু, আমার মনের ভাবনাটা বললাম। দরকার হলে তাঁদের আবার পরীক্ষা নিন কিন্তু, তাঁদের চাকরি ফিরিয়ে দিন।”


Firhad Hakim : ‘এই পার্থদাকে আমি চিনতাম না, বহু বছর…’, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক ফিরহাদ
চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তিনি বলেন, “একটু ভেবে দেখতে বলব বিচারপতিদের। বিয়ে করে সংসার চালাবে কী করে, বাবা মাকে দেখবে কী করে? হঠাৎ চাকরি চলে গেলে ওরা খাবে কী? যারা অন্যায় করেছে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুন। আমার কোনও দয়া নেই তাঁদের প্রতি। দরকার হলে তাঁদের আবার পরীক্ষা নিন। আইন অনুযায়ী তাঁদের চাকরি ফিরিয়ে দিন। আমি খবরের কাগজে দেখলাম কেউ কেউ আত্মহত্যা করেছে। আমার মনটা ভারাক্রান্ত। কোর্ট যেমন বলে দেবে এই ছেলেমেয়েগুলোর জন্য আমরা বন্দোবস্ত করে দেব।”

Group C Recruitment Scam : ‘১০ বছরের প্রেম, বউ ছেড়ে যাবে না’, আত্মবিশ্বাসী ফুলশয্যার আগে চাকরি হারানো প্রণব

বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি ইস্যুতে এদিন বিরোধীদের তোপ দাগেন। তিনি বলেন, “আমি কোনও অন্যায় করলে আমার দু’গালে দু’টো চড় মারুন। আমি যখন ক্ষমতায় এসেছিলাম কোনওদিন একটা CPIM ক্যাডারেরও চাকরি খাইনি। তাহলে তোমরা কেন খাচ্ছো? নীচুতলার কর্মীরা অন্যায় করলে তাদের শাস্তি দিন। দেওয়ার ক্ষমতা নেই কাড়বার ক্ষমতা আছে।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা তো আইনজীবীদের উপর নির্ভর করি। বিচারপতিদের শ্রদ্ধা করি। কিন্তু, আমি অধিকার কাড়ার পক্ষে নই, অধিকার দেওয়ার পক্ষে।”

Mamata Banerjee : বিরোধীদের ক্ষমা করুন ঈশ্বর, বার্তা মুখ্যমন্ত্রীর
এ প্রসঙ্গেই তিনি বাম আমলে হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের রায়ের কথা তোলেন। তিনি বলেন, “বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেছিলেন অন্যায় করে থাকলে শুধরে নেওয়ার সুযোগ দিন। তিনি তো চাকরি খাওয়ার কথা বলেননি। আর এখন কথায় কথায় দেখি তিন হাজার চাকরি বাতিল। আরে সবাই তো আর অন্যায় করেনি। সবাই আমাদের তৃণমূল কংগ্রেস কিংবা সরকারের লোক নয়। নীচে বসে যদি কেউ অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু, আমি তো আর জজ নই যে কথায় কথায় অর্ডার দেব!”

আলিপুর কোর্টের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৪৫ কোটি টাকা এই আদালত ভবনের সংস্কারের জন্য বরাদ্দ করার কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি বলেন, “আমরা হাইকোর্টকেও বাড়তি জমি দিয়েছি। নতুন ভবন করে দিয়েছি। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়েও জায়গা করে দিয়েছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *