Nawsad Siddique : ‘পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক’, আইনি পথে হাঁটার হুঁশিয়ারি নওশাদের – naushad siddiqui demands central force to panchayat election


West Bengal News : একের পর এক বিরোধী দল আগামী পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার নিদান দিচ্ছে। এবার সেই পথে হাঁটল ISFও। মঙ্গলবার বারুইপুর সংশোধনাগার থেকে ISF কর্মীদের জামিনে মুক্তির সময় হাজির ছিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখানেই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান ভাঙড়ের বিধায়ক।

Nawsad Siddique: ‘পঞ্চায়েতে শাসক শূন্য হয়ে যাবে…’, জেল থেকে ফেরার পর প্রথমবার ভাঙড়ে এসে হুংকার নওশাদের
জেলবন্দী ভাঙড়ের কর্মী, সমর্থকদের বাড়ি নিয়ে যেতে নিজেই বারুইপুর সংশোধনাগারের সামনে হাজির হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। মোট ৮১ জন ISF কর্মী, সমর্থক এদিন জেল থেকে ছাড়া পান। গত ২১ জানুয়ারি ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরেই গ্রেফতার করা হয়েছিল ISF নেতা নওশাদ সিদ্দিকীকে। এর সঙ্গে একাধিক ISF কর্মী, সমর্থকদের গ্রেফতার করা হয়।

জেল থেকে তিনি নিজে ছাড়া পাওয়ার সময় কর্মী, সমর্থকরা তাঁকে সম্বর্ধনা জানিয়ে ফুরফুরা শরীফ পর্যন্ত নিয়ে গিয়েছিল। কর্মীদের পাশে থাকার বার্তা দিতেই এদিন বারুইপুর সংশোধনাগারের বাইরে নিজেই হাজির হন বিধায়ক। মোট ৮১ জনকে এদিন আদালতের নির্দেশে জামিন দেওয়া হয়।

Trinamool Congress : রাতারাতি ভোলবদল, ‘একসঙ্গে লড়ব’ বিধায়ক শওকত মোল্লাকে পাশে নিয়ে দাবি ভাঙরের তৃণমূল নেতার
এদিন বারুইপুর আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে কর্মী সমর্থকরা প্রিয় বিধায়ককে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁদের সান্ত্বনা দেন, পাশে থাকার বার্তা দেন বিধায়ক। তাঁর পরিষ্কার বক্তব্য, গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁরা এর মোকাবিলা করবেন। সমাজ সংস্কারের লড়াইয়ে তিনি নেমেছেন, আগামী দিনেও এই লড়াই জারি থাকবে বলে জানান তিনি।

ভাঙড়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ‘অবজারভার’ করা নিয়ে নওশাদের বক্তব্য, “আরাবুলের সঙ্গে দল অন্যায় করেছে। ভাঙড়ে তিনিই তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন।” আপাতত উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে কোনও রাজনৈতিক কর্মসূচি নেওয়া হচ্ছে না বলে জানান তিনি। তবে কেউ ভাঙড়কে অশান্ত করতে চাইলে সহজে ছেড়ে দেওয়া হবে না বলে জানান তিনি।

Nawsad Siddiqui : ‘মমতা-অভিষেক দায়িত্ব নিয়ে ভাঙড় চালাক’, নওশাদের মন্তব্যে জল্পনা
অন্যদিকে, আসন্ন পঞ্চায়েত নির্বাচন যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হয় তার দাবি জানান। এই বিষয়ে তাঁরা আইনি পদক্ষেপ নিতে পারেন বলে এদিন ইঙ্গিত দেন তিনি। আসন্ন নির্বাচনে জোট নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের জোটের কথা বলতে হবে না। মানুষ অত্যাচার যন্ত্রনা থেকে বাঁচতে নিজেই বাঁচার রাস্তা খোঁজে নেবে। সাগরদিঘী সেই পথ দেখিয়েছে বলে মন্তব্য নওশাদের। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিদ্দিকী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *