Saltlake Sector V Fire : সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ আগুন! আতঙ্ক অফিস পাড়ায় – saltlake sector v bsnl office fire incident today


সল্টলেক সেক্টর ফাইভে বিএসএনএলের একটি গুদামে আগুন লাগল বুধবার দুপুরে। ঘটনাস্থলে যায় দমকলের ২ টি ইঞ্জিন। আগুন লাগার কারণে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। কীভাবে আগুন লাগল সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানায়নি দমকল। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটা নিয়ন্ত্রণে। সেক্টর ফাইভ টেকনো পলিসের উলটোদিকে ঝোপের মধ্যে আগুন লাগে।

Puri Shopping Complex Fire : দাউ দাউ করে জ্বলছে জগন্নাথ মন্দির সংলগ্ন পুরীর শপিং মল, উদ্ধার শতাধিক পর্যটক
বুধবার দুপুর একটা বেজে ৩০ মিনিট নাগাদ আগুন লাগার বিষয়ে লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। জানা যায়, ওই জায়গা বিএসএনএল অব্যবহৃত বেশ কিছু কেবিল পড়েছিল। সেখানেই কোনওভাবে আগুন ধরে যায়। আগুন লাগার পর গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যায় দমকল।

Kolkata Fire Incident : দোলের দিন বাইপাসের পাঁচতারা হোটেলে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি
স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। আগুন লাগল সে বিষয়ে খতিয়ে দেখছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। অফিসের কর্ম ব্যস্ততার মাঝে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে আশেপাশের বাসিন্দা এবং অফিস যাত্রীরা।

EM Bypass Fire Accident : ফের শহরে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল বাইপাসের আকাশ
দমকল সূত্রে জানানো হয়েছে, বিএসএনএলের গুদামে ইলেকট্রনিক বেশ কিছু তার সহ একাধিক দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছিল। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, বুধবার বেলা দেড়টা নাগাদ টেকনো পলিসের উল্টোদিকে ঝোপের কাছ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

Puri Fire News : ২৪ ঘণ্টা পার, পুরীর জগন্নাথ মন্দিরের অদূরে এখনও জ্বলছে আগুন
কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় বিএসএনএলের একটি গুদামে আগুন লেগে গিয়েছে। আশেপাশে একাধিক নামি দামী কোম্পানির অফিস রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসেই ভোর সাড়ে ৫টা নাগাদ সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা মার্কেটের শতাধিক দোকান গ্রাস করে নেয়। দোকানগুলি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে, আগুন নেভাতে সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয়রা।

Fire Incident In Buddhist Temple : বিধ্বংসী আগুনে ভস্মীভূত উপাসনালয়, পুড়ে মৃত্যু শতায়ু বৌদ্ধ সন্ন্যাসীর
হাওয়া থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে পুলিশ ও দমকলকে খবর দেওয়া হলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *