Sealdah Local Trains News : লোকাল ট্রেন যাত্রীদের আরও ভোগান্তি! কবে স্বাভাবিক হবে পরিষেবা? – sealdah ranaghat local train service will be interrupted till 20 march due to non interlocking work


West Bengal Local News: মঙ্গলবারের পরিবর্তে সোমবার রাতেই নন-ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও যাত্রীদের ভোগান্তি পুরোপুরি কমছে না বলেই জানা গিয়েছে। শিয়ালদা-রানাঘাট শাখার লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের কমপক্ষে আরও সাতদিন ভোগান্তি পোহাতে হবে। শিয়ালদা মেইন শাখায় নৈহাটি-হালিশহরের ১০.৩৭ কিলোমিটার পথে নন-ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কল্যাণী পর্যন্ত এই কাজ শেষ হতে আরও সাত দিন সময় লাগতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে। নৈহাটি ও কল্যাণীর মধ্যে অটোমেটিক সিগন্যালিং ও থার্ড লাইন বসানোর কাজ চলছে। সেই কারণ শহরতলির যাত্রীদের ২০ মার্চ অবধি ট্রেন বাতিলের সমস্যা পোহাতে হতে পারে।

Sealdah Local Trains News Today : আগেই শেষ কাজ, স্বস্তি লোকাল ট্রেনে
রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত শিয়ালদা থেকে কল্যাণীর মধ্যে প্রত্যেকদিন ১৩ জোড়া ও কল্যাণী থেকে রানাঘাটের মধ্যে ৬ জোড়া লোকাল ট্রেন কাজ শেষ না হওয়া অবধি বাতিল থাকবে। তবে নৈহাটি অবধি নন-ইন্টারলকিংয়ের কাজ শেষ হওয়ার কারণে বাতিল হওয়া ট্রেনের সংখ্যা কমবে, কমবে যাত্রীদের হয়রানি, এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ঘোষণা না করে কোনও লোকাল ট্রেন বাতিল করা হবে না।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, যাত্রী ভোগান্তির উপর খানিক রাশ টানতে প্রত্যেকদিন ভোর ৫টা থেকে রাত ১০টা অবধি কল্যাণী-কল্যাণী সীমান্তের মধ্যে ১৪ জোড়া লোকাল ট্রেন চলবে। রেল জানিয়েছে, দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার আপাতত আর কোনও সম্ভাবনা নেই।

Local Train Latest Update: নন-ইন্টারলকিংয়ে কাজের জন্য শিয়ালদা মেন লাইনে বাতিল একাধিক ট্রেন, এখনও অব্যাহত দুর্ভোগ
নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য রবিবার ২৬ জোড়া এবং সোমবার ২৫ জোড়া লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার ২৫ জোড়া ট্রেন বাতিলের কথা থাকলেও কাজ দ্রুত শেষ হওয়া যাত্রীদের হয়রানির সম্ভাবনা কমেছে। শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম জানিয়েছেন, মঙ্গলবার শিয়ালদা-কল্যাণী শাখায় ১৩ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। তবে দূরপাল্লার কোনও ট্রেনের গতিপথ বদলের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি।

Duranta Express : বিকট শব্দে থামল হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, বরাত জোরে রক্ষা যাত্রীদের
অন্যদিকে আজ থেকে শুরু উচ্চ মাধ্যমকি পরীক্ষা। পরীক্ষার্থীদের হয়রানি রুখতে সকালের দিকে যত কম সম্ভব ট্রেন বাতিলের চেষ্টা করা হচ্ছে রেলের তরফে। এমনকী লোকাল ট্রেনের স্টপেজের সংখ্যাাও বাড়ানো হয়েছে। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে জগদ্দল, পলতা, কাঁকিনাড়া ও পায়রাডাঙাতে সব লোকাল ট্রেন থামবে। অন্যদিকে হাওড়া-বর্ধমান শাখাতে পরীীক্ষার দিনগুলি সব লোকাল ট্রেন ডানকুনি, জনাই রোড ও বেলমুড়ি স্টেশনে দাঁড়াবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *