Sealdah Local Trains News Today : আগেই শেষ কাজ, স্বস্তি লোকাল ট্রেনে – sealdah division work has ended before time


এই সময়: নন-ইন্টারলকিংয়ের কাজ আজ, মঙ্গলবার সন্ধের জায়গায় সোমবার রাতেই শেষ করে ফেলল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। লাইনের ধারণক্ষমতা বাড়াতে নৈহাটি ও হালিশহরের মধ্যে ১০.৩৭ কিলোমিটার পথে নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয় ১০ মার্চ। এ জন্য বেশ ক’জোড়া লোকাল বাতিল করে পূর্ব রেল।

Sealdah Local Trains : শিয়ালদা মেইনে শতাধিক ট্রেন বাতিল, সপ্তাহের প্রথম কাজের দিনে দুর্ভোগ চরমে
রবিবার ২৬ জোড়া এবং সোমবার ২৫ জোড়া ট্রেন বাতিল ছিল। আজ, মঙ্গলবারও ২৫ জোড়া ট্রেন বাতিলের সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা আগে কাজ শেষ করে ফেলায় দুর্ভোগের হাত থেকে পুরোপুরি মুক্তি না মিললেও কিছুটা স্বস্তি পেলেন যাত্রীরা। সোমবার শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম বলেন, ‘যাত্রীদের এ ক’দিন অনেক ভুগতে হয়েছে।

Local Train: শিয়ালদা মেন লাইনে ট্রেন দেরিতে চলায় দুর্ভোগে যাত্রীরা, কবে স্বাভাবিক হবে পরিষেবা?
এ জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে নির্ধারিত সময়ের অনেকটা আগে কাজ শেষ করার সুফল পাওয়া যাবে।’ আজ শিয়ালদহ-কল্যাণী অংশে ১৩ জোড়া ট্রেন বাতিল থাকবে বলে তিনি জানান। এ বাদে নন-শিডিউলড যে ১২ জোড়া ট্রেন বাতিলের কথা ছিল, সেগুলি বাতিল থাকবে না। দূরপাল্লার কোনও ট্রেনের গতিপথও বদলাবে না।

Local Train Latest Update: নন-ইন্টারলকিংয়ে কাজের জন্য শিয়ালদা মেন লাইনে বাতিল একাধিক ট্রেন, এখনও অব্যাহত দুর্ভোগ
সংবাদমাধ্যমকে তিনি জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সকালের দিকের যতটা সম্ভব কম ট্রেন বাতিলের চেষ্টা চলছে। ট্রেনের গতিও বাড়ানোর দিকে নজর থাকছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘সুবিধার্থে কাঁকিনাড়া, জগদ্দল, পলতা এবং পায়রাডাঙাতেও সব ট্রেন দাঁড়াবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *