SSC Scam News:’কুন্তল শান্তনুকে বহিষ্কার করে তৃণমূল স্বচ্ছ এটা প্রমাণ করা যাবে না’, জোর তরজা জেলায় – hooghly districts tmc wing supports high command but oppositions take a dig on kuntal ghosh nad


Recruitment Scam News: নিয়োগ দূর্নীতির অভিযোগে গ্রেফতার হুগলি জেলা তৃণমূলের দুই যুবনেতাকে অবশেষে বহিষ্কার করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের সিদ্ধান্তকে সঠিক বলে পূর্ণ সমর্থন জানাল জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও এই সিদ্ধান্তেও বিরোধীদের নিশানায় শাসক দল।

মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে দলের পার্টি অফিস থেকে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং বলাগড় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও ব্রাত্য বসু। একইসঙ্গে শশী পাঁজা বলেন, ”দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকলে কাউকে রেয়াত করা হবে না। ” একইসঙ্গে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী বলেন, ”কেউ ক্ষমতার অপব্যবহার করলে, কারও বেলাগাম সম্পত্তি হলে তার দায় তাঁর নিজস্ব।”

Kuntal Ghosh Shantanu Banerjee: দুর্নীতির দায় আর বয়ে বেড়ানো নয়! তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল-শান্তনু

অন্যদিকে, ”কুন্তল শান্তনুকে বহিষ্কার দলের নেতা কর্মীদের কাছে বার্তা। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত থাকলে দল কখনই তাদের পাশে দাঁড়াবে না। দলের এই সিদ্ধান্ত প্রমাণ করেছে দুষ্কৃতী হোক বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হোক দল কাউকে সেফগার্ড করছে না,” দুই যুবনেতাকে বহিষ্কার প্রসঙ্গে বললেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী রুনা খাতুন। বলাগড় ব্লক যেখানে শান্তনু কুন্তলের বাড়ি সেই ব্লকের তৃনমূল সভাপতি নবীন। গঙ্গোপাধ্যায় বলেন, ”এটা হওয়ারই ছিল।দল সঠিক সিন্ধান্ত নিয়েছে। দুর্নীতিকে প্রশ্রয় দেয় না দল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দেন না দুর্নীতিকে। তাই রাজ্যে ইডি সিবিআই এভাবে তদন্ত করছে।”

Santanu Banerjee: সিম বিক্রেতা থেকে বিদ্যুৎ সংস্থার সামান্য চাকরিতেও অগাধ সম্পত্তি! শান্তনুর লাইফস্টাইল নিয়ে অস্বস্তি দলেও

বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন,”কুন্তল শান্তনুকে বহিষ্কার করে তৃণমূল স্বচ্ছ এটা প্রমাণ করা যাবে না। তাদের দলে বড় বড় রাঘব বোয়াল আছে। তাদের কী হবে? কেন মাথাদের বহিষ্কার নয়।?” প্রশ্ন তুলছেন বিজেপি নেতা।

সিপিএম হুগলি জেলা মুখপাত্র অর্ণব দাসের কটাক্ষ,” যতদিন দলে আছে তারা সম্পদ চুরির দায়ে ধরা পড়লেই তারা জঞ্জালের আস্তানা।কিন্তু সাড়ে তিনশো কোটি টাকা কোথায় গেল ? তার ভাগ কি দলের নেতারা পায়নি? আসল মাথাকে ধরতে হবে এবং সঠিক তদন্ত করতে হবে।”

Shantanu Banerjee Video: ED দফতর থেকে বের করা হল শান্তনুকে

হুগলি জেলা কংগ্রেসের নেতা দেবব্রত চট্টোপাধ্যায় বলেন,তৃণমূল হল বাবলা কাঁটার ঝাড়।গোটা দলটাই বিষবৃক্ষ।গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত। শান্তনু কুন্তলকে বহিষ্কার করে লোক দেখানো হচ্ছে। অনেক আগে মানিক ভট্টাচার্য, অনুব্রত মন্ডল গ্রেফতার হয়েছে তাদের ছাড় দিয়ে শান্তনু কুন্তলকে বাদ দিয়ে মুখ বাঁচাতে চাই।গোটা বাংলা আজ সাগরদীঘি হয়ে আছে।যেখানে ভোট হবে সেখানে তৃনমূল হারবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *