TMC Leader Video Viral: ‘হেরে গিয়েও রাম-বাম কুকুরগুলোকে এক করে দিয়েছে তৃণমূল’, বিরোধীদের কুরুচিকর আক্রমণ তৃণমূল নেতার – tmc trade union leader attack opposition over sagardighi by election alliance


West Bengal Local News: বিজেপি (BJP), আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল গুলিকে ‘কুকুর’ বলে আখ্যা দিলেন বাঁকুড়া শহর আই.এন.টি.টি.ইউ.সি অর্থাৎ তৃণমূল ট্রেড ইউনিয়ন সভাপতি শ্যামসুন্দর দত্ত। তৃণমূলের শ্রমিক সংগঠনের ঐ গুরুত্বপূর্ণ পদাধিকারীর এই বিতর্কিত মন্তব্যই এখন সোশাল মিডিয়ায় রীতিমতো ‘ভাইরাল’। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই শাসক দলের এই নেতার কুরুচিকর মন্তব্য ঘিরে তৈরী হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

জানা গিয়েছে, গত শুক্রবার ওন্দা ব্লকের মুসলিম অধ্যুষিত পুনিশোল গ্রামে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে আরও অনেকের সঙ্গেই উপস্থিত ছিলেন আই.এন.টি.টি.ইউ.সি-র (INTUC) বাঁকুড়া শহর কমিটির সভাপতি শ্যামসুন্দর দত্ত। সেখানেই ঐ সভায় বক্তব্য রাখতে সাগরদিঘী উপনির্বাচনের তৃণমূলের পরাজয় প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ”আমরা হেরে গিয়েছি ঠিকই কিন্তু বিজেপি (BJP), আই.এস.এফ, সিপিএম, কংগ্রেস, বাম, রাম সব কুকুরগুলোকে এক করে দিয়েছি। এটার নামই তৃণমূল কংগ্রেস।”

Mamata Banerjee : সাগরদিঘিতে কেন পরাজয়, খতিয়ে দেখতে কমিটি নেত্রীর

দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাঘিনী’র সঙ্গে তুলনা করে তিনি বলেন, সবাই এক হয়ে যাক ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী ছিল, বাঘিনীই থাকবেন’। তবে সাধারণ মানুষকে ‘দিদি’র হাত ‘শক্ত করে ধরে রাখা’র আবেদন জানান তিনি।

একই সঙ্গে তিনি দাবি করেন এখন নব্য তৃণমৃলের জন্ম হয়েছে । তৃণমূল ট্রেড ইউনিয়ন সভাপতি বলেন, ”এই তৃণমূল সেই তৃণমূল নয়। যারা লুটপাট করে তৃণমূল তথা ‘দিদি’র বদনাম করেছে।” তারা এখন কেউই তাদের সঙ্গে নেই বলে তিনি দাবি করেন।

Bankura TMC : ‘রাজ্যের ৩০ শতাংশ সংখ্যালঘু ভোটেই ক্ষমতায় TMC…’, সমর্থন হারানো নিয়ে উদ্বেগ প্রকাশ তৃণমূল বিধায়কের

শাসক দলের শ্রমিক সংগঠনের নেতার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের নেতা ও ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বলেন, ”সাগরদিঘিতে গো হারা হারার পর তৃণমূলের আর মাথার ঠিক নেই। ওঁরা যাই বলুন এই তো সবে ট্রেলার শুরু, ছবি এখনো বাকি আছে। তৃণমূলের বাঘ এখন দিল্লীতে খাঁচাবন্দি, আর বাঘিনীর কি অবস্থা হবে তা কিছু দিনের মধ্যেই বোঝা যাবে। নব্য আদি বলে কিছু নয়, ‘তৃণমূলে টাকা চুরির প্রতিযোগিতা চলছে।” বলে দাবি অমরনাথ শাখার।

Speaker Biman Banerjee : বাইরন ‘তৃণমূলের লোক’,স্পিকারকে পাল্টা সেলিমের!

সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস (Bayron Biswas) তৃণমূলের জেতা আসন থেকে জয় ছিনিয়ে নেন। প্রায় ২২ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় কংগ্রেস প্রার্থীর। ২০১১ সাল থেকে দখলে থাকা আসন হাতছাড়া হওয়ার পিছনে তৃণমূল কংগ্রেস দায়ী সিপিএম-কংগ্রেসের সঙ্গে বিজেপির জোটকে। যদিও ওই আসনে কংগ্রেসকে ঘোষিতভাবে সমর্থন যুগিয়েছিল বামেরা। কিন্তু বিজেপির সঙ্গে মৌখিক কোনও জোট হয়নি। এই জোটকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিক বলে দাবি করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *