West Bengal Latest News: ছেলের সংসার বাঁচাতে বউমার প্রেমিকের বাড়িতে যৌথ অভিযান ২ পরিবারের, গ্রেফতার ১৯ – housewife family allegedly attacked his boyfriend family member in kakdwip


ফোনই যত নষ্টের গোড়া! প্রথমে ফোনালাপ এবং তারপর প্রেম, গৃহবধূর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন কাকদ্বীপের যুবক। পরিণতি হল ভয়াবহ। কুলপীতে প্রেমিকের মামা বাড়িতে চড়াও হন বধূর বাপের বাড়ির লোকজন। আহত প্রেমিকের অন্তঃসত্ত্বা বোন। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার ১৯।

সূত্রের খবর, পাণ্ডবেশ্বরের বাসিন্দা সুজাতা রায়ের সঙ্গে ফোনে আলাপ হয় কাকদ্বীপের যুবক শুভঙ্কর মণ্ডলের। তাঁদের সম্পর্ক গড়ায় প্রেম পর্যন্ত। গত দেড় মাস আগে গৃহবধূ সুজাতা রায় পাণ্ডবেশ্বর থেকে পালিয়ে এসে শুভঙ্করের সঙ্গে মন্দিরে বিয়ে করে। এদিকে সুজাতার পরিবারের সদস্যরাও তাঁর খোঁজ করতে শুরু করে।

Sujata Mondal : ‘আমি বড্ড রঙিন’, হবু বরের সঙ্গে দোল খেলছেন সুজাতা! সৌমিত্র কোথায়?
সুজাতা রায়ের বাপেরবাড়ি এবং শ্বশুরবাড়ির সদস্যরা জানতে পারেন তাঁদের বাড়ির মেয়ে কুলপি থানার নিশ্চিন্তপুরের অশ্বত্থতলায় শুভঙ্করের মামার বাড়িতে রয়েছেন। খবর পেয়ে অশ্বত্থতলায় শুভঙ্করের মামার বাড়িতে গিয়ে চড়াও হয় গৃহবধূর বাপেরবাড়ি এবং শ্বশুরবাড়ির লোকজন। শুভঙ্কর মণ্ডলের পরিবারের সদস্যদের অভিযোগ, সুজাতা রায়ের বাপেরবাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন মামার বাড়ির দরজা ভেঙে ফেলে।

শুধু তাই নয়, বাড়িতে ঢুকে প্রথমে চিৎকার, বচসা শুরু করে তারা। পরে বৃদ্ধা সহ শুভঙ্করের পরিবারের অন্যান্য সদস্য এবং অন্তঃস্বত্ত্বা বোনকেও লাথি মারে তারা, অভিযোগ উঠেছে এমনটাই। এই অশান্তিতে অসুস্থ হয়ে পড়েন শুভঙ্করের অন্তঃসত্ত্বা বোন। এদিকে শেষমেশ এই পরিবারকে সুজাতার শ্বশুর এবং বাপের বাড়ির রোষের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসেন শুভঙ্করের মামার বাড়ির প্রতিবেশীরা। তাঁরা শুভঙ্করের গর্ভবতী বোনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। কুলপির বেলপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর চিকিৎসা করা হয়।

Purulia News : পছন্দ হয়নি বিয়ের জিনিস! বছর না ঘুরতেই নব বধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে সেখানে যান কুলপি থানার পুলিশ। পাশাপাশি শুভঙ্কর মণ্ডল সহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ধৃতদের ডায়মন্ড হারবার এ সি জে এম আদালতে পেশ করা হবে।

এদিকে শুভঙ্করের পরিবারের সদস্যরা জানান, এই গোটা ঘটনায় তাঁরা আতঙ্কিত। সুজাতা নিজের ইচ্ছেতে শ্বশুর বাড়ি ছেড়ে শুভঙ্করের বাড়িতে এসেছেন বলেও দাবি করেছেন তাঁরা। অন্যদিকে, শুভঙ্কর কোনও বিবাহিত স্ত্রীর সঙ্গে প্রেম-ভালোবাসার সঙ্গে সম্পর্কে জড়িত থাকতে পারে তা বিশ্বাস করতে পারছেন না প্রতিবেশীরা।

Howrah News : দেওরের মৃত্যু খবরে হার্ট অ্যাটাক বউদির! হাওড়াতে শোকের ছায়া
তাঁদের কথায়, “চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি সকলেরই রণংদেহি মূর্তি। আমরা দু’পক্ষকেই থামানোর চেষ্টা করেছিলাম। এরপরেই পুলিশ সেখানে আসে। অনেককেই গ্রেফতার করা হয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *