এর আগে শাহরুখ খানকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”শাহরুখ খুব ব্যস্ত, তাই এবার বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর দেব। তুমি এবার বেঙ্গল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ কর তো। শাহরুখ তো আছেই। ও খুব ব্যস্ত, তাই সময় পায় না। ও তো থাকলই। দেব তুমি পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে যাও। এখন থেকে এটা কর।” এদিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি হয়ে যান দেব।
Dilip Ghosh: ‘দেব বাংলা সিনেমার ত্রাতা, মিঠুনদা সুপারস্টার’, মন্তব্য দিলীপের
করোনা ধাক্কা কাটিয়ে নিউ নর্ম্যালে ফেরার পর মহামারীর ভয় ভুলে ফের ছন্দে ফিরেছে বাংলার পর্যটন। বরাবরের মতো নতুন করে শ্যুটিং ডেস্টিনেশন হিসেবেও নম্বর বেড়েছে বাংলার। দক্ষিণী ছবি পুষ্পার সিকোয়েলের একটা বড় অংশের শ্যুটিং হতে পারে বাংলায়। এদিন নবান্ন সভাঘরে এই প্রসঙ্গে পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়ও বলেন, অন্যান্য রাজ্যের থেকে বাংলায় শ্যুটিংয়ের ট্যারিফও অনেক কম।
পাহাড় থেকে সমুদ্র, মালভূমি থেকে বালিয়াড়ি, জঙ্গল থেকে অভয়ারণ্য, একসঙ্গে প্রকৃতির এত রূপ এক রাজ্যে। উত্তরে দার্জিলিং থেকে দক্ষিণে সুন্দরবন। বাংলার প্রতি জেলায় লুকিয়ে প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য। বাঁকুড়ার লালমাটি থেকে পুরুলিয়ার অযোধ্যা, মৌসুনি দ্বীপ থেকে দিঘার সমুদ্রতট। বাংলায় সৌন্দর্য উপভোগে প্রতিবছর দেশে-বিদেশের বহু ভ্রমণ পিপাসু মানুষ আসেন এরাজ্যে। পর্যটনের উপর ভিত্তি করে একাধিক জেলার মানুষের জীবিকা।