B.Ed Exam 2023 : দেড় ঘণ্টা বাদে শুরু পরীক্ষা, চূড়ান্ত অব্যবস্থা ঘিরে বিক্ষোভ রায়গঞ্জের কলেজে – students started protest at a b.ed college of raiganj for late start of examination


West Bengal News : সরকারি B.ed কলেজের পরীক্ষা প্রক্রিয়ায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠল। অভিযোগ, নির্ধারিত সময়ের দেড় ঘন্টা বাদে শুরু হয় পরীক্ষা (Examination)। যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের (Raiganj) কর্নজোড়ায় অবস্থিত সরকারি B.ed কলেজ ক্যাম্পাসে। জানা যায়, মঙ্গলবার ছিল B.ed কলেজের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা।

সরকারি গাইডলাইন অনুসারে পরীক্ষা শুরু হওয়ার কথা দুপুর ১২ টায়। শেষ হবে দেড়টায়। পরীক্ষার্থীদের (Examinee) দাবি, বিশ্ববিদ্যালয় থেকে যথাসময়ে প্রশ্নপত্র এসে পৌছয় কলেজে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ প্রিন্ট আউট করতে বিলম্ব করে। ফলে অনেকটা সময় নষ্ট হয়।

Visva Bharati University : বিশ্বভারতীতে ফের অশান্তি, পরীক্ষায় বসাকে ঘিরে পড়ুয়া-নিরাপত্তাকর্মীদের হাতাহাতি
অভিযোগ, পরীক্ষার্থীরা হলে বসে থাকলেও, নানান অজুহাত দেখানো হয় তাদের। শেষমেশ দুপুর দেড়টায় পরীক্ষা শুরু হয়। ফলে চরম অনিয়মের অভিযোগ এনেছেন পরীক্ষার্থীরা। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় বাড়ি যাওয়ার ক্ষেত্রে চরম হয়রানির শিকার হন দূরদূরান্ত থেকে আসা ছেলেমেয়েরা।

পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের মত চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছেন তারা। এই পরিস্থিতিতে পরীক্ষার যৌক্তিকতা কতটা তা নিয়েই উঠছে প্রশ্ন। এই বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে চান পরীক্ষার্থীরা। যদিও এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি।

Higher Secondary Exam 2023 : ভুল করে নিজের স্কুলেই চলে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, তারপর…
রাহুল সূত্রধর নামের এক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, “আমার বাড়ি এখান থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে। ঠিক সময়ে পরীক্ষা শুরু হলে পরিকল্পনা অনুযায়ী বাড়ি পৌছনো যেত। কিন্তু বিনা কারনে দেড় ঘণ্টা সময় অতিবাহিত হয়ে যাওয়ায় ট্রেন বাস সব কিছুর গণ্ডগোল হবে। কলেজ কর্তৃপক্ষ যে কেন আমাদের মতন দূরের পরীক্ষার্থীদের নিয়ে কোনও চিন্তাভাবনা করেন না, বুঝতে পারিনা।”

টুইংকল সাহা নামের আরও এক পরীক্ষার্থী বলেন, “আমাদের মনে হচ্ছে ১০০ শতাংশ প্রশ্নপত্র ফাঁস হয়েছে। নাহলে কোনও কলেজে এই রকম কাণ্ড ঘটে না। এভাবে পরীক্ষা নেওয়ার কোনও মানে হয়না। আমরা টাকা খরচা করে ভর্তি হই, দূর থেকে এসে ক্লাস করি, পরীক্ষাও দিতে আসি। আর এসে যদি দেখি যে পরীক্ষার নামে ছেলেখেলা হচ্ছে, তখন কি আর কিছু ভালো লাগে! আমরা ঠিক করেছি বিশ্ববিদ্যালয়ে গিয়ে এই বিষয়ে সমস্ত কিছু জানিয়ে অভিযোগ জানাবো। আর দাবি করব এই ঘটনার যেন উপযুক্ত তদন্ত করা হয়।”

Higher Secondary Examination 2023 : উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ভুল সেন্টারে পরীক্ষার্থী, ট্রাফিক পুলিশের তৎপরতায় অবশেষে গন্তব্যে
এই ঘটনার জেরে পরীক্ষা শেষের পর বেশ কিছুক্ষণ কলেজ চত্বরে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *