Cooch Behar News : বিয়ে ভাঙল কেন? কার্ড হাতে পাত্রের বাড়ির সামনে ধরনায় পাত্রী – bride sit in dharna in front of groom house for breaking marriage in cooch behar


West Bengal News : বিবাহের শুভ মহরৎ প্রস্তুত। ছাপানো হয়েছে বিয়ের কার্ড। নিমন্ত্রণ করা হয়েছে অতিথিদের। এরপরেই বেঁকে বসল পাত্রের পরিবার। ভেঙে দেওয়া হল বিয়ে। মিথ্যা অভিযোগে বিয়ে ভাঙা হয়েছে দাবি করে পাত্রের বাড়ির সামনে ধরনায় বসল পাত্রী। ঘটনা কোচবিহার জেলার বক্সিরহাট এলাকায়।

বিয়ের দিনই কার্ড হাতে ধরনায় বসল এক যুবতী। ঘটনাটি ঘটে বক্সিরহাট গান্ধী পাড়া এলাকায়। জানা গিয়েছে, গান্ধীপাড়া এলাকার বাসিন্দা সঞ্জীব সাহার সঙ্গে সুপ্রিয়া সাহার বিয়ে ঠিক হয়। বিয়ের তারিখও ছিল আজ। ওই যুবতীর অভিযোগ, মিথ্যে অভিযোগে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে পাত্রের পরিবারের তরফে।

HS Exam 2023 : মঙ্গলে উচ্চমাধ্যমিক, বিয়েবাড়িতে তারস্বরে বাজছে DJ! বিক্ষোভ কাঁকসায়
বিয়ের দাবিতেই এদিন ছেলের বাড়িতে ধরনায় বসেন ওই যুবতী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও পাত্রের পরিবার ঘটনার পর থেকে এলাকা থেকে উধাও।

বক্সিরহাটের বাসিন্দা সঞ্জীব সাহার সঙ্গে বিয়ে ঠিক হয়, ওই এলাকার বাসিন্দা রায় মোহন সাহার কন্যা সুপ্রিয়া সাহার। দুই পরিবারের মধ্যে সম্বন্ধ করেই বিয়ে ঠিক হয়। আজ, ১৫ মার্চ বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু, কিছু কারণ দেখিয়ে হঠাৎ বিয়ে ভেঙে দেয় পাত্রের পরিবারের লোকজন।

ওই যুবতীর দাবি, মিথ্যা কারণ দেখিয়ে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সেই কারণেই তিনি পাত্রের বাড়িতে এসে ধরনায় বসেছেন। ওই যুবতী বলেন, “আমার সঙ্গে সঞ্জীব সাহার বিয়ে ঠিক হয়েছিল। আজকেই আমাদের বিয়ে ছিল। বিয়ে ঠিক হওয়ার পর আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু মিথ্যা অভিযোগ দেখিয়ে বলছে নিয়ে করবে না।”

Purulia News : পছন্দ হয়নি বিয়ের জিনিস! বছর না ঘুরতেই নব বধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
যুবতীর দাবি, বিয়ের কার্ড ছাপানো হয়ে সমস্ত অতিথিদের নিমন্ত্রণ করা হয়েছে। এমত অবস্থায় বিয়ে না হলে চরম হয়রানির মধ্যে পড়তে হবে তাঁর পরিবারকে।বুধবার সকালে গান্ধীপাড়া এলাকার বাসিন্দা সঞ্জীব সাহার বাড়ির সামনে এসে হাজির হয় ওই যুবতী।

তবে সকাল থেকেই অভিযুক্ত যুবকের বাড়িতে কোনও লোকজন দেখতে পাওয়া যায়নি বলে জানানো হয়। ওই যুবকের পুরো পরিবার বাড়ি থেকেই উধাও বলে জানানো হয়েছে। যুবতীর ধরনায় বসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জড়ো হন এলাকার বাসিন্দারা।

Asansol News : ছেলেকে হারিয়েছেন, পরম স্নেহে ‘মেয়ে’-কেও দিলেন বিদায়! অনন্য নজির আসানসোলে
বিষয়টি নিয়ে ওই যুবতীর পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছিল বলেও জানান হয়। কিন্তু পুলিশের তরফে সেরকম কোনও সাহায্য পাওয়া যায়নি বলে দাবি যুবতীর। পাত্রের পরিবারকে একাধিকবার বলা সত্ত্বেও এই বিয়ে মিথ্যা অভিযোগ তুলে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই যুবতী। কোনও উপায় না দেখে এদিন অভিযুক্ত বাড়ির সামনে এসে ধরনায় বসেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *