Dakshin 24 Pargana : বাড়ি ভাড়া নিয়ে অন্য মহিলার সঙ্গে লিভ ইন! বাধা পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগ – woman body found and husband allegedly killed her over extra marital affair


অপরাধের জন্য আবারও সংবাদ শিরোনামে দক্ষিণ ২৪ পরগণার কুলতলি। বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ার কারণে তিন বছরেরর ছেলের সামনেই স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যক্তি। এমনকী তাঁর মা, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। ঘটনা তদন্তে নেমেছে কুলতলি থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলতলি থানা এলাকার জামতলা নিবাসী অরূপ মণ্ডলের সঙ্গে তপতী মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীকালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর ধরে অন্য আরেক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে অরূপ। এমনকী তাঁর সঙ্গে সোনারপুর এলাকায় লিভ ইন করত অভিযুক্ত ব্যক্তি।

Dakshin 24 Pargana : ফোনে বন্ধুত্ব থেকে বিয়ের প্রতিশ্রুতি, মা ও মেয়েকে যৌনপল্লিতে ‘বিক্রি’ করায় ধৃত ২
পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে এলে স্ত্রীয়ের সঙ্গে তুমুল অশান্তি হয় অরূপের। অশান্তি চরম পর্যায়ে পৌঁছনোর পরই স্ত্রীকে খুন করে সে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। প্রতিবেশীদের থেকে মেয়ের খুনের খবর পান তপতীর বাবা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তপতীর বাবা মদন সর্দার কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন।

মেয়ের বাবা মদন সর্দার এই প্রসঙ্গে বলেন, “পাঁচ বছর আগে আমার মেয়ে প্রেম করে বিয়ে করেছিল। আমরা পরিবারের তরফে কোনও আপত্তি করিনি। আমার মেয়ের তিন বছরের একটি ছেলে রয়েছে। জামাই তাঁদের কোনও দেখভাল করত না। এমনকী সে অন্য জায়গায় বিয়ে করে থাকে। ওখান থেকেও কোনও সাহায্য করত না। কয়েকদিন আগেই আমার জামাই বাড়ি ফিরে এসেছিল। তারপরই আমার মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় তাঁদের পরিবারের অন্যান্য সদস্যরাও যুক্ত।”

Bardhaman News : এক ঘরে মায়ের, অন্য ঘরে দেহ পাঁচ বছরের শিশুর
স্থানীয় এক প্রতিবেশী বলেন, “ঝুলন্ত অবস্থায় মহিলার দেহ দেখতে পেয়েই আমরা তাঁর পরিবারের সদস্যদের খবর দিই। আমরা মনে হয় শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে খুন করেছে।”

Purulia News : সন্তান কেন হচ্ছে না, কুড়ুলে কুপিয়ে খুন দ্বিতীয় পক্ষের স্ত্রীকে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলার তদন্ত চলছে, দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। কুলতলির বিডিও মৃত মহিলার দেহ পরীক্ষা করে গিয়েছেন। বারুইপুরের SDPO অতীশ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন. “অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ। দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আশা করছি আমরা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *