একটা ড্রাফট করে সাম্মানিক ওঁর বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়া যেত না? সামান্য এটার জন্য গোটা প্রক্রিয়া আটকে থাকল। এই বিষয়টিকে যে ভালো ভাবে নেওয়া হচ্ছে না, তা বুঝিয়ে দিয়েছে আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, একটা অজুহাত খাড়া করেছে আইআইটি, যা গ্রহণযোগ্য নয়। আদালতের নির্দেশ, ১১ হাজার টাকার ড্রাফট অজয় গুপ্তর নিউ টাউনের বাড়ির ঠিকানায় পৌঁছে দেবে আইআইটি।
ইতিমধ্যে রাজ্য পুলিশ তাঁর কাছে কেস ডায়েরি-সহ এই মামলার সব নথির কপি পৌঁছে দিয়েছে বলে আদালতে জানান সরকারি কৌঁসুলি অমিতেশ বন্দ্যোপাধ্যায়। আদালত এদিন সন্দীপ ভট্টাচার্যকে অজয় গুপ্তর কৌঁসুলি হিসেবে নিয়োগ করে। অজয় গুপ্ত যাতে আইআইটি খড়্গপুরে গিয়ে সেখানে সবদিক খতিয়ে দেখতে পারেন, সে জন্য আইআইটি কর্তৃপক্ষকে সব রকম সহযোগিতা করতে হবে বলেও নির্দেশ দেয় আদালত। আগামী ১১ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।