Mamata Banerjee Latest News : নবান্নে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে আচমকা হাজির মুখ্যমন্ত্রী, কর্মীদের কী বললেন তিনি? – mamata banerjee suddenly presented at nabanna


Mamata Banerjee At Nabanna : নিজের কর্মস্থলেই বিভিন্ন দফতরে সার্জিক্যাল স্ট্রাইক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সকালে নবান্নে অতর্কিতে স্বরাষ্ট্র দফতর এবং পার্বত্য বিষয়ক দফতরে চলে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন কর্মচারীদের সঙ্গে। নবান্ন সূত্রের খবর, ধর্মঘটের দিন কোন কর্মীরা হাজির হননি, সে ব্যাপারে খোঁজখবর নেন তিনি। একাধিক ফাইল পড়ে রয়েছে কেন? সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করেন কর্মীদের কাছে।

DA Protest In Bengal : ডিএ ধর্মঘটের প্রভাব দুর্গাপুরের খাদ্য দফতরে, নানান কাজে এসে ফিরে যেতে হল গ্রাহকদের
প্রথা অনুযায়ী, রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে প্রবেশ করেই নিজের ঘরে চলে যান কর্ম তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফাইল ওয়ার্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সূচি অনুযায়ী কী কাজ রয়েছে, কোথায় যাওয়ার কথা সে ব্যাপারে সচিবদের সঙ্গে বৈঠকে মত্ত থাকেন মুখ্যমন্ত্রী। এদিন দেখা যায় অন্যরকম চিত্র। নবান্নে পৌঁছেই এদিন তিনি সোজা চলে যান চার তলায়। চতুর্থ তলায় রয়েছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের কর্মীরা।

DA Protest Latest News : ডিএ নিয়ে ধর্মঘট সফল করতে মিছিল, কাজে যোগদানের পালটা দাবি সরকারি ফেডারেশন সদস্যদের
এদিন চতুর্থ তলায় পৌঁছে সরাসরি কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখেই হতচকিত হয়ে পড়েন কর্মীরা। সূত্রে খবর, প্রথমেই কীরকম কাজ চলছে সে ব্যাপারে খোঁজখবর নেন তিনি। জানা গিয়েছে, এমন সময় তিনি লক্ষ্য করেন দফতরের কয়েকটি চেয়ার ফাঁকা পড়ে রয়েছে। এটা দেখেই উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন কয়েকজন কর্মী অনুপস্থিত সে ব্যাপারেও খোঁজখবর নেন। তবে কর্মীরা জানান, “অনেকেই ছুটিতে আছেন”, সে কারণেই বেশ কিছু চেয়ার ফাঁকা।

DA Protest Today : নবান্নের নির্দেশিকা এড়িয়েই জেলায় জেলায় বিক্ষোভ, DA-র দাবিতে সরব আন্দোলনকারীরা
পাশাপাশি, ডিএ নিয়ে ধর্মঘটের দিন সরকারি কর্মচারীদের উপস্থিতি কেমন ছিল, সে ব্যাপারেও খোঁজখবর নেন বলে জানা গিয়েছে। তবে নির্দিষ্ট করে এই দুই দফতরে কেন মুখ্যমন্ত্রীর ঝটিকা সফর সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। দুই দফতর নিয়ে তাঁর কাছে কাজ সম্পর্কিত কোনও অভিযোগ ছিল কিনা সে ব্যাপারেও গুঞ্জন রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে।

CPIM Vs TMC : DA- নিয়ে ধর্মঘটের দাবিতে সিপিএমের ধরনা মঞ্চ দখলের অভিযোগ! হুলুস্থুল পাণ্ডুয়ায়
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। গত ১০ মার্চ পশ্চিমবঙ্গ কো-অর্ডিনেশন কমিটির ডাকে ধর্মঘটও পালন করে সরকারি কর্মচারীদের একাংশ। ধর্মঘটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে দেখা যায় প্রশাসনকে। এমনকি মুখ্যমন্ত্রীকেও একটি অনুষ্ঠান থেকে বলতে শোনা যায়, ” আমায় পছন্দ না হলে আমার মুণ্ডু কেটে নিন, কিন্তু এর থেকে বেশি ডিএ পাবেন না।”

DA Protest In West Bengal : DA-র দাবিতে আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রে ঝাড়গ্রাম জেলাশাসক দফতর, আটক ৯
রাজনৈতিক মহলের ধারণা, ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে কমবেশি সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর আগেও একাধিকবার বিভিন্ন সরকারি দফতর, সরকারি হাসপাতাল থেকে শুরু করে কলেজ, স্কুলে অতর্কিতে পরিদর্শন করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সেক্ষেত্রে নিজের কর্মস্থলে তাঁর নিকটস্থ কর্মচারীরা কীরকম কাজ করছেন, তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী এদিন যান বলে ধারণা অনেকেরই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *