Partha-Arpita Love Story : ‘…গজব কাহানি’ থেকে ‘নন ইস্যু’! অপা-র রঙিন খুনসুটি নিয়ে সাদা-কালোয় শাসক-বিরোধী – several political leaders open mouth on partha chatterjee and arpita mukherjee issue


West Bengal Local News: মঙ্গলবার নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করেছিল ইডি। তবে সশরীরের নয়, পার্থ ও অর্পিতাকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়েছিল। দীর্ঘদিন পর একের সঙ্গে অপরে সাক্ষাতে ‘অপার’ প্রেমের সাক্ষী ছিলেন সেখানে উপস্থিত আইনজীবী থেকে শুরু করে অন্যান্যরা। সত্তরোর্ধ্ব পার্থ ও অর্পিতার প্রেমের ছটা ছড়িয়ে পড়েছিলে গোটা কোর্টরুম চত্বরে। এই সীমাহীন প্রেম নিয়ে কী ভাবছেন বিরোধী দলের জেন ওয়াই রাজনীতিবিদরা? এই ঘটনা কী ভাবছেন তৃণমূল? সেই প্রশ্ন নিয়ে SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছিল এই সময় ডিজিটাল।

অপার প্রেম নিয়ে সৃজন বলেন, “আদালতের মধ্যে ওনার কী করেছেন, আমার এই নিয়ে খুব একটা আগ্রহ নেই। যে মানুষের টাকা ওনারা এবং নতুন করে যাঁদের নাম বেরোচ্ছে তাঁরা আত্মসাৎ করেছেন, যাঁরা চাকরি পাওয়ার যোগ্য তাঁদের বঞ্চিত করেছেন, তাঁরা শাস্তি পান আমরা এটাই চাই। অপরাধীরা শাস্তি পাক, মানুষের টাকা মানুষের কাছে ফিরুক এবং যোগ্যরা চাকরি পান, এটাই সবাই চান। চারদিকে যা নিয়ে আলোচনা চলছে, সেটা নন ইস্যু। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ওনাদের অপরাধ লঘু হয়ে যাবে।”

Partha Arpita : ‘বয়স হলেই বাড়ে কেবল…’, অপা-র মাখামাখি প্রেমের ময়নাতদন্তে ‘ডক্টর লাভ’ মদন
বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির গলায় ছিল বিদ্রুপের সুর। পার্থ-অর্পিতার মতো প্রেম কাহিনী সচক্ষে না দেখলেও অতীতের এক ঘটনার কথা মনে পড়ে যায় তরুণের। তিনি বলেন, “প্রাক্তন শিক্ষামন্ত্রী গোটা বিষয়টা সার্কাসের জায়গায় নিয়ে গিয়েছেন। অপার সংসার, অপার প্রেম। প্রেমের বিষয় তাই আমার খুব বেশি কিছু মন্তব্য করার নেই। ওখানে যাঁরা ছিলেন, যাঁরা দেখেছেন তাঁরা ভালোভাবে নেননি। ভিডিয়ো চ্যাটে খুনসুঁটি চলুক, কারণ পার্থবাবু তো আর জেলের বাইরে বেরোতে পারবেন না, আজব প্রেম কী গজব কাহানি!” তরুণ বলেন, “ছাত্র জীবনে আমাদের চেম্বারে একটি বিবাহ বিচ্ছেদের মামলা দেখেছিলাম। আইনত বিচ্ছেদ হয়ে যাওয়ার পর স্বামী-স্ত্রী একে অপরকে জড়িয়ে হাউহাউ করে কেঁদেছিলেন। তবে এমন ঘটনা দেখিনি।”

Partha Arpita News : ‘পার্থ-অর্পিতার সঙ্গে আমাদের ভালোবাসার তুলনা ভুল হবে’, খুনসুটি নিয়ে ফোঁস বৈশাখীর
অন্যদিকে ‘অপা’-র প্রেম কাহিনী নিয়ে অনেকটাই সাবধানী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এই প্রসঙ্গে বলেন, “আদালতে ডিজিটাল মাধ্যমে যা দেখা গিয়েছে, সেটা নিয়ে খবর হয়েছে। এটা নিয়ে দলের কোনও প্রতিক্রিয়া নেই, আমারও নেই। পার্থকে নিয়ে দল আগেই অবস্থান জানিয়ে দিয়েছে। মমতাদি তাঁকে মন্ত্রী ও অন্যান্য পদ থেকে সরিয়ে দিয়েছেন, অভিষেক যা বলার বলেছেন। ওঁনারা যা করছেন, সেটা তাঁদের ব্যাপারা। আমাদের কিছু বলার নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *