Paschim Medinipur : ঘর থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ – bride hanging body found at hemantapur village in ghatal


West Bengal News : বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানা এলাকায়। মৃত গৃহবধূর নাম রিতু হাইত। তবে গৃহবধূর নিজের পরিবারের লোকজনের অভিযোগ, বধূর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘাটাল থানায়।

প্রাথমিক তদন্তের পর গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার হেমন্তপুর গ্রামে।

Purulia News : পছন্দ হয়নি বিয়ের জিনিস! বছর না ঘুরতেই নব বধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
জানা গিয়েছে, ঘাটাল ব্লকের হরিদাসপুর বাসিন্দা অসিমা হাইতের একমাত্র মেয়ে রিতু হাইত-এর বিয়ে দেওয়া হয় এক বছর আগে। ঘাটালের হেমন্তপুর গ্রামের পবিত্র দোলই-এর সঙ্গে বিয়ে হয় রিতার। মৃতার স্বামী পবিত্র পেশায় সোনার কারিগর।

মৃতার মা ও তাঁর পরিজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই প্রতিনিয়ত পারিবারিক অশান্তি লেগেই ছিল। হঠাৎ করে আজ সকালে তাঁরা জানতে পারে তাঁদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু বাড়িতে নেই রিতুর স্বামী পবিত্র।

সোনার কাজ করায় সে আছে ভিন রাজ্যে। আজ হঠাৎ করে শ্বশুরবাড়ি থেকে রিতুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Paschim Medinipur : বেপরোয়া বাইক বাহিনীর বেধড়ক মারধরে মৃত্যু শিক্ষকের, প্রতিবাদে পথ অবরোধ আদিবাসী সংগঠনের
মৃতের বাপের বাড়ি সদস্যরা শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে এদিন থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজন। মৃতের বাপের বাড়ির অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির সদস্যরা।

বুধবার সকালে ঘাটাল থানার সামনে ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ।

পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। এরপর গৃহবধূর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও এই ঘটনায় মৃতার শ্বশুর পূর্ণ দোলুই ও শাশুড়িকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, গৃহবধূর আত্মহত্যা বা হত্যার একাধিক ঘটনার উদাহরণ নিত্য নৈমিত্তিক উঠে আসছে জেলা থেকে। গত অক্টোবর মাসেও ঘাটাল থেকে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত বধূর নাম কবিতা দলুই।

West Bengal Latest News: ছেলের সংসার বাঁচাতে বউমার প্রেমিকের বাড়িতে যৌথ অভিযান ২ পরিবারের, গ্রেফতার ১৯
ঘাটাল থানার মুগরাল গ্রামে ঘটনাটি ঘটে। এক্ষেত্রেও শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন মৃতার পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *